খবর দবর:- Chanakya Neeti আচার্য চাণক্যের নাম আমরা অনেকেই শুনেছি। তিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, কূটনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী। সংসার জীবনে বিভিন্ন ক্ষেত্রে তিনি নানান উপদেশ দিয়ে গিয়েছেন। তাঁর নীতি অনুসরণ করে, চন্দ্রগুপ্ত মৌর্য, একজন সাধারণ শিশু থেকে সম্রাট হয়েছিলেন। দেশ শাসন করেছিলেন। জীবনের প্রায় প্রতিটি পদক্ষেপে চাণক্য নীতির বিভিন্ন নির্দেশ কাজে লাগে। জীবনে উন্নতি ছাড়াও মানুষ চিনতে যদি তাঁর নীতিগুলি অনুসরণ করা যায়, তাতে নিশ্চিতভাবে সাফল্য অর্জন করা যায়। এর পাশাপাশি নানা কাজে বিপদের সম্ভাবনাও কম থাকে বলে মনে করা হয়।
তাই জীবনে যাই করুন না কেন, তাতে ছোট বড় যাই অসুবিধা বা সমস্যায় পড়তে পারেন, তাতে এই নীতিগুলি প্রয়োগ করতে পারেন। আচার্য চাণক্যের মতে, জীবনে বেশ কিছু মানুষের সঙ্গ আপনার জন্য মৃত্যুর সমান হতে পারে। জীবনে অনেক বন্ধু ও আত্মীয়ের সম্মুখীন হতে হয়, যাঁরা আপনার জীবনকে অন্য মোড়ে চালিত করতে পারেন। তাই সময় থাকতে থাকতে এমন ব্যক্তিত্বের মানুষজন থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। তাতে আখেরে লাভ হবে আপনারই। কারা এই ধরনের মানুষ তা জেনে নিয়ে সাবধান হোন-
অলক্ষ্মী স্ত্রী:- সংসার সুখী হয় রমণীর গুণে। তাই চাণক্য নীতি অনুসারে, একজন দুষ্ট চরিত্রের স্ত্রী জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এমন মহিলা জীবনকে নরক করে তুলতে পারে। তাই এমন স্ত্রীর সঙ্গে থাকার চেয়ে একাকী জীবন কাটানোই শ্রেয়। কারণ একজন দুষ্ট চরিত্রের স্ত্রী পুরো পরিবারের সুখ-শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট।
Chanakya Neeti বাড়িতে এই ধরনের মানুষ থাকা মানে মৃত্যুর সম্মুখীন, সময় থাকতে চিনে নিয়ে দূরত্ব বজায় রাখুন।
Tolly Serial Mithai ভক্তদের একি খবর দিলেন উচ্ছেবাবু, শেষের পথে ‘মিঠাই’?
বিশ্বাসঘাতক বন্ধু:- আচার্য চাণক্য তার নীতিতে জানিয়েছেন, আমাদের প্রত্যেকেরই জীবনে একজন সত্যিকারের বন্ধু থাকা উচিত। কারণ একটি বিশ্বাসঘাতক বন্ধু আপনার জন্য মৃত্যুর সমান হতে পারে। যার কারণে আপনি যে কোনও সময় অসুবিধায় বা সমস্যার সম্মুখীন হতে পারে। শুধু তাই নয়, এমন ধরনের বন্ধু তার মিথ্যা ঢাকতে যেকোনও সময় যে কোনও জায়গায় আপনাকে ফাঁদে ফেলতে পারে। এই ধরণের বন্ধুর থেকে দূরে থাকুন।
বখাটে ভৃত্য:- বাড়ির ভৃত্যকে সর্বদা অনুগত থাকা উচিত। কারণ সে অবশ্যই আপনার বাড়ির বেশিরভাগ জিনিস কোথায় রাখা আছে, কোথায় কী কী আছে, এমনকি পরিবারে নানা খুঁটিনাটি কথাও জানেন। কাজেই চাকর যদি চতুর ও লোভী হয়, তবে তা আপনার ও আপনার পরিবারের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই এ ধরনের চাকরকে যথাসময়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া উচিত। চাণক্যের নীতি অনুসারে, জীবনে যদি কোনও দুর্বৃত্ত চরিত্রের চাকর থাকে তবে সে আপনার জীবনে চরম সর্বনাশ ডেকে আনতে পারে। এর কারণ ওই চাকর বা ভৃত্য সে বাড়ির সমস্ত গোপনীয় খবর বাইরের লোকদের কাছে পৌঁছে দিতে পারে। আর সেই সুযোগে দুষ্কৃতীরা আপনার বা আপনার পরিবারের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা।
After your project iss configured, GSA SER will automatically locates
new websites for you, registers accounts and
submit your content/links without any intervention on your end.
Thank you for the auspicious writeup. It in fact was a amusement account it.
Look advanced to far added agreeable from you!
By the way, how could we communicate?
You are so interesting! I do not think I’ve truly read something like that before.
So nice to find another person with genuine thoughts on this topic.
Really.. many thanks for starting this up. This website is one thing that
is needed on the internet, someone with a
little originality!