Monday, December 11, 2023
Homeজ্যোতিষজ্যোতিষ শাস্ত্রএই তিন রাশির উপর সর্বদা শুক্রের কৃপা থাকে, তাই এদের সুখের অভাব...

এই তিন রাশির উপর সর্বদা শুক্রের কৃপা থাকে, তাই এদের সুখের অভাব হয় না

বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শুক্র গ্রহের একটি বিশেষ গুরুত্ব আছে। শারীরিক ও দাম্পত্য সুখ, লাক্সারি লাইফ, সৌন্দর্য এর প্রতীক হলো শুক্র। বুধ এবং শনি যেমন শুক্রের মিত্র ঠিক তেমনি চন্দ্র ও সূর্য হলো সূর্যের শত্রু। 23 দিন পর পর একটি রাশি থেকে অন্য রাশিতে গোচর করে শুক্র। কুষ্টিগত বিচারের শুক্রের শুভ এবং উচ্চ অবস্থান সর্বদা লক্ষ্মী লাভ নির্দেশ করে ও জাতক বা জাতিকা কোনদিন অভাব পরিলক্ষিত হয় না। বারোটি রাশির মধ্যে কয়েকটি রাশিচক্রের ভীষণ প্রিয়। সেই রাশি গুলি কি কি?

আসুন সেই সম্বন্ধে বিস্তারিত জেনে নেয়া যাক –

বৃষ রাশি — বৃষ রাশির অধিপতি হলো শুক্র। শিক্ষা ও সৌন্দর্যের পাশাপাশি এই জাতক-জাতিকারা খুবই বুদ্ধিমান হয়ে থাকে। জীবনের 30 বছর বয়সের পর থেকে অসাধারণ সাফল্য অর্জন করে এবং এরা অর্থ উপার্জনের দিকে খুবই মনোযোগী হয়। বৃষ রাশির জাতক জাতিকা গণের সহ্যশক্তিও অপরিসীম হয়।

আরো পড়ুন – পৃথিবীর অষ্টম আশ্চর্য ওরা – কলমে সুনিত অধিকারী

তুলা রাশি — এই রাশির জাতক-জাতিকাগণ জীবনের সমস্ত সুযোগ সুবিধা এবং সুখ লাভ করে থাকে। একদিকে যেমন দামি জিনিসের প্রতি এরা আকর্ষিত হয় তেমনি সাজগোজ এদের কাছে খুব প্রিয় একটি বিষয়। নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন পরিশ্রম করতে এরা পিছপা হয় না। বন্ধু ভাগ্য খুব ভালো হয় এবং তেমনই এরা বন্ধুদের সাহায্যের জন্য সবসময় এগিয়ে থাকে।

আরও পড়ুন – বাস্তুর প্রতিকার – বাড়ী থেকে নেগেটিভ এনার্জি, কু-নজর দূর করুন গন্ধের সাহায্যে

মীন রাশি — মীন হলো শুক্রের উচ্চ রাশি। চিকিৎসা, জীববিজ্ঞান শিল্প,ও সঙ্গীতের ক্ষেত্রে এরা সাফল্য পায়। খুবই সৃজনশীল ও সুন্দর চিন্তাধারার মনস্ক হয়ে থাকে মীন রাশির জাতক-জাতিকাগণ। ধার্মিকতা বজায় রাখা এদের স্বভাব এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নিজের কাজের প্রতি এরা বিশেষ মনোযোগী এবং কাজটি সম্পন্ন করে তবে এরা বিশ্রাম নেন। এরা স্পষ্টবাদী , তাই নিজের কথাকে সর্বদাই স্পষ্ট করে জানাতে পছন্দ করে।

follow khobor dobor on google news
Anol A Modak
Author: Anol A Modak

Film Maker, Writer, Astrologer, Vastu Consultant, Hypnotherapist, Entreprenuer

Most Popular

Recent Comments