Sunday, December 10, 2023
Homeজ্যোতিষজ্যোতিষ শাস্ত্রসু - গন্ধি দিয়ে প্রতিকার ও শান্ত করুন গ্রহদের

সু – গন্ধি দিয়ে প্রতিকার ও শান্ত করুন গ্রহদের

গ্রহদের অবস্থানের ওপর এই আমাদের জীবন আবর্তিত হয়। গৃহ শান্তির জন্য গ্রহ শান্তির নিরাময় অবশ্যক। গ্রহ কে সন্তুষ্ট রাখার জন্য আমরা বিভিন্ন রকম উপায় অবলম্বন করে থাকি। তবে আমরা অনেকেই জানি না যে, গন্ধের মাধ্যমে চাইলেই করে ফেলতে পারি আমরা অশুভ গ্রহের নিরাময়।

অশুভ গ্রহ প্রতিকারের জন্য অনেকে রত্ন, তন্ত্র, মন্ত্র বা গাছের শিকড় ব্যবহার করে থাকেন, অনেকে জ্যোতিষ টোটকা ও দেন। কিন্তু গন্ধ যেমন আমাদের কে প্রভাবিত করে তেমনি এই গন্ধের দ্বারা জ্যোতিষ শাস্ত্র এ গ্রহদের প্রতিকার করা যায়।

প্রত্যেকটি গ্রহের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন গন্ধ। প্রত্যহ সেই গন্ধকে কাজে লাগিয়ে ভালো রাখা যায় নিজেদের। খুব সহজ ভাবেই করে ফেলা যায় অশুভ গ্রহের শুভ প্রতিকার। কি সেই বিশেষ গন্ধ? কোন গ্রহের কি ধরণের গন্ধের দ্বারা অনুকূল করে রাখা সম্ভব সেই সমাধানই জেনে নেবো –

সূর্যোদয়ের পরে – অন্য স্বাদের ভালবাসার বাংলা গল্প, প্রাপ্ত বয়স্কদের গল্প

গ্রহ শান্তির জন্য গন্ধ প্রতিকার
(Free Astrology Remedy)

রবি (Planet Sun) — জুঁই ফুলের এর গন্ধ বা ধুপের গন্ধ।

চন্দ্র (Planet Moon) — শিউলি বা রজনীগন্ধার গন্ধ বা ধুপ।

মঙ্গল / রাহু (Planet Mars / Rahu) — চন্দন এর গন্ধ বা ধুপ।

বুধ ও শুক্র (Planet Mercury / Venus)— গোলাপের গন্ধ বা ধুপ।

বৃহস্পতি (Planet Jupiter) — গাঁদা ফুল ও তার নির্যাস।

কেতু ও শনি (Planet Saturn / Ketu)— কেওড়ার গন্ধ।

follow khobor dobor on google news
Anol A Modak
Author: Anol A Modak

Film Maker, Writer, Astrologer, Vastu Consultant, Hypnotherapist, Entreprenuer

Most Popular

Recent Comments