জীবনে অনেক সময় আমরা অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হই। ব্যয় এর আধিক্য অপরিসীম হতে থাকে আর উপার্জনের উৎস শূন্য হতে থাকে। আর্থিক দুর্বলতার স্বীকার হতে হয় অনেক সময় অনেক মানুষকেই। যার ফলে মনের চাপ বৃদ্ধি পায়। এই দারিদ্র্যতা জ্যোতিষ শাস্ত্র মতে শনিদের অবস্থান, তার দৃষ্টি বা অন্য কোনো অশুভ গ্রহের প্রভাব বা রাহুর খারাপ অবস্থানগত প্রভাবের কারণে ঘটতে পারে। টাকা পয়সার অভাব শুধু খারাপ সময় নিয়ে আসে তা নয় মানসিক ভাবেও ভীষণ ক্ষতিগ্রস্থ করে তোলে।
বিশেষ কয়েকটি উপাদান আছে যা আপনাকে এই অভাব, অর্থনৈতিক টানা টানাপরেন থেকে বের করতে সক্ষম। ঘরোয়া কিছু উপাদান যার দ্বারা মুক্ত হতে পারেন এই সমস্যা গুলি থেকে। বিশ্বাস করা হয় যে এ সমস্ত প্রতিকার আপনার দারিদ্র্যতা বিদায় করে আপনাকে অর্থ সম্বল করতে সক্ষম।
যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সফলতা পেতে এই প্রতিকার গুলি বিশেষ উপকারী।
সকালে আপনার পরিবারের সকলের ঘুম ভাঙ্গার আগে এক মুঠো কালো তিল ছাদে বা উঠোনে ছিঁটিয়ে দিন। পাখিরা এই তিল খেলে আপনি সমস্যা থেকে রেহাই পাবেন ও শান্তি ফিরে আসবে।
কোনো কাজে বেরোনোর সময় একমুঠো তিল কুকুরদের সামনে ছড়িয়ে দিতে পারেন সেই তিল কুকুর খেলে আপনি বাধা-বিপত্তি মুক্ত হবেন কাজে সফলতা পাবেন। কিন্তু সেই তিল কুকুর না খেলে আপনি কাজে কিছুটা বাঁধা পাবেন।
শনির সাড়েসাতি খারাপ প্রভাব কম করা সম্ভব যদি শনিবার স্রোতমান জলে, পুকুরে, খালে-বিলে, নদীতে আপনি কালো তিল দান করেন। এটি খুবই কার্যকর বলে বিশ্বাস করা হয়।
ওম নমঃ শিবায় মন্ত্র উচারণের সাথে সাথে যদি তামার ঘটে কালো তিল আর জল একসাথে নিয়ে শিব লিঙ্গে অর্পণ করা হয় তার ফলে অনেক বিপদ আপদ কষ্টের অবসান ঘটে।