শনির দশা কোন লগ্নের ক্ষেত্রে শুভ ফল প্রদান করে জেনে নিন

planet saturn result in horoscope on every ascendant

শনি নামে অনেকেই কম্পিত হন, তবে শনি সর্বক্ষেত্রে বা সবসময় খারাপ ফল দেয় না। জন্ম কোষ্ঠীতে শনি যদি শুভ জায়গায় অবস্থান করে সেই ব্যাক্তি সাফল্য ও উন্নতির শীর্ষে অবস্থান করেন। কোষ্ঠিতে শনির অতন্ত্য শুভ প্রভাব থাকলে ব্যক্তি রাজনৈতিক ক্ষমতাধারী বা ন্যায়ধিপতি হয়ে থাকেন।

নবগ্রহ আমাদের জীবনকে পরিবেষ্টিত করে আছে, আর এই নবগ্রহের অন্যতম গ্রহ হলো শনি। সবকটি গ্রহের মধ্যে শনি একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। সূর্য পুত্র শনি দন্ডমুণ্ডের কর্তা, ন্যায়দাতা ও কর্মফলদাতা। ব্যক্তির কর্ম অনুযায়ী পুরষ্কার, শাস্তিবিধান এবং ন্যায্য অন্যায্যর বিচার করে তাকে সেইরূপ ফলদান স্বয়ং শনিদেবই করে থাকেন। বিভিন্ন রকম দশার মাধ্যমেই শনি পুরষ্কৃত ও দণ্ডদান করেন। শনি খুবই শ্লথ বা ধীর গতিতে চলে বলে এর আরেক নাম শৈনষ্চর। একটি রাশিতে শনির অবস্থান আড়াই বছর।

শনি নামে অনেকেই কম্পিত হন, তবে শনি সর্বক্ষেত্রে বা সবসময় খারাপ ফল দেয় না। জন্ম কোষ্ঠীতে শনি যদি শুভ জায়গায় অবস্থান করে সেই ব্যাক্তি সাফল্য ও উন্নতির শীর্ষে অবস্থান করেন। কোষ্ঠিতে শনির অতন্ত্য শুভ প্রভাব থাকলে ব্যক্তি রাজনৈতিক ক্ষমতাধারী বা ন্যায়ধিপতি হয়ে থাকেন।

কোন কোন লগ্নের জাতকদের শনি শুভফল প্রদান করেন জেনে নেওয়া যাক তাহলে –

মেষ রাশি
শনি মেষ লগ্নে লাভেশ ও দশমপতি হওয়ার কারণে বিশেষ শুভ থাকেন। মেষ লগ্নের জাতক বা জাতিকার কোষ্ঠীতে শনি কেন্দ্র, ত্রিকোণ বা লাভের স্থানে থাকলে সেটা অবশ্যই শুভ। মেষ লগ্নের শুভস্থানে বা উচ্চরাশিতে থাকলে টা অতিমাত্রায় শুভ। তবে অশুভ স্থানে, দুর্বল বা নিচ রাশিতে থাকলে শনির শুভ প্রভাব কমে যায়। মেষ লগ্নে শনি লভেশ হওয়ার কারণে ব্যাক্তির আয় বৃদ্ধি হয়।

বৃষ রাশি –
এই রাশিতে শনি নবমেশ ও দশমেশ হওয়ার কারণে বিশেষই শুভ। বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের কোষ্ঠী তে শনি কেন্দ্র, ত্রিকোণ বা লাভের মত স্থানে থাকলে তাকে শুভ হিসাবে ধরা হয়ে থাকে। বৃষ লগ্নের শুভ স্থানে উচ্চ রাশিতে হলে এটি ভীষণ মাত্রায় শুভ। তবে শনি যদি নিচরাশিতে অশুভ স্থানে বা দুর্বল ভাবে থাকে তবে শুভ প্রভাব কম হবে। তাই বৃষ লগ্নের জাতকদের শুভ শনি ভাগ্যের সঙ্গেও সহযোগিতা প্রদান করেন।

মিথুন রাশি –
মিথুন লগ্নে শনি অষ্ঠমেশ এবং নবমেশ হওয়ার কারণে মিশ্রফল প্রদান করেন। মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের কোষ্ঠীতে যদি শনি শুভ স্থানে বিরাজিত হয়ে সেই ব্যাক্তিবর্গ কে দীর্ঘায়ু করেন । এমন জাতক, জাতিকাগণ সৌভাগ্যশালী হয়ে থাকে। তবে অষ্ঠমেশ হওয়ার ফলে শনি কিছু সমস্যাও সৃষ্টি করতে পারেন। কুষ্ঠী তে শনির পরিস্থিতি অনুকূল থাকালে মিথুন লগ্নের জাতকদের শনির দশাতে লাভবৃদ্ধি হয় ।

কর্কট রাশি
কর্কট লগ্নে সপ্তমেশ ও অষ্ঠমেশ হওয়ার কারণে শনি অতন্ত অশুভ ভাবে বিরাজ করে। কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের কোষ্ঠীতে শনি কেন্দ্র বা ত্রিকোণ অবস্থিত হলে অশুভ ফল দিয়ে থাকেন। অন্যদিকে শনি অশুভ স্থানে থাকলে অশুভ ফল কম হয় এবং তখন শনি শুভফল প্রদান করেন। সপ্তমপতি হওয়ায় শনি এখানে মারক অবস্থায় থাকে ।

আরও পড়ুন – করোনার সময় কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন

সিংহ রাশি-
সিংহ লগ্নে শনি ষষ্ঠ পতি ও সপ্তম পতি হওয়ায় অশুভ ভাবে থাকেন। এই লগ্নের জাতক বা জাতিকাদের কোষ্ঠীতে শনি কেন্দ্র বা ত্রিকোণ অথবা উচ্চ রাশিতে অবস্থিত হলে অশুভ ফল দিয়ে থাকেন এর বিপরীতে শনির অশুভ স্থানে বিরাজ করলে শুভ ফল প্রদান করে থাকেন। সপ্তমেশ হওয়ার কারণে এখানেও শনি মারক।

কন্যা রাশি-
এই লগ্নে শনি পঞ্চমেশ এবং ষষ্ঠ্যেশ হওয়ার কারণে মিশ্র ফল প্রদান করেন। কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের কোষ্ঠীতে শনি শুভ স্থানে বিরাজ করলে ব্যাক্তিবর্গ মেধাবী হয়। কিন্তু ষষ্ঠ্যেশ হওয়ায় স্বাস্থ্য সমস্যায় ভোগেন তারা । কোষ্ঠীতে শনির পরিস্থিতি অনুকূল থাকলে এই জাতক বা জাতিকারা শনির দশাতে ভালো ফল পায়।

তুলা রাশি-
চতুর্থ পতি ও পঞ্চম পতি হওয়ায় তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনি শুভ। তুলা লগ্নের জাতকদের কোষ্ঠীতে শনি কেন্দ্র, ত্রিকোণ বা লাভের মত স্থানে থাকলে, সেটা বিশেষ প্রকার শুভ। আবার তুলা লগ্নের শুভ স্থানে উচ্চ রাশিতে হলে এটি অন্তত শুভ। তবে অশুভ স্থানে, নিচ রাশিতে বা দুর্বল স্থানে হলে এর শুভ প্রভাব কিছুটা হলেও কমে যায়। তুলা লগ্নের ক্ষেত্রে শনি ভূমি, বাড়ী, গাড়ি ও উচ্চ শিক্ষার অধিপতি হয়ে থাকেন।

বৃশ্চিক রাশি-
এই লগ্নে তৃতীয় পতি ও চতুর্থ পতি হওয়ায় এটি শুভ । তৃতীয় স্থানটি সাহসের ভূমিকা রাখে। এই স্থানের অধিপতি শনির মত হওয়ায় এরা সাধারণত পুলিশ বা সেনাবাহিনীর কাজে নিয়ত থাকেন। বৃশ্চিক লগ্নের জাতকদের কোষ্ঠীতে শনি কেন্দ্র, ত্রিকোণ বা লাভের মত স্থানে থাকলে বিশেষ প্রকার শুভ মনে করা হয়। বৃশ্চিক লগ্নের শুভ স্থানের উচ্চরাশিতে হলে এটি অন্তত শুভ। তবে অশুভ স্থানে থাকলে শনির প্রভাব কমে যায়।

গল্প পড়ুন – লকডাউনের গল্প

ধনু রাশি-
এই লগ্নের দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিপতি শনি।এখানে শনি মিশ্রফলদাতা। ধনু লগ্নের জাতক বা জাতিকাদের কুষ্টিতে শনি কেন্দ্র, ত্রিকোণ বা উচ্চ রাশিতে হলে তারা ধন ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ শুভ ফল পেয়ে থাকেন। কিন্তু দিতিয়েশে হওয়ার জন্য শনি এখানে মারক। শনির দশা ও অন্তরদশায় ধনু লগ্নের ব্যক্তিবর্গ মিশ্রিত ফল পেয়ে থাকে।

মকর রাশি-
এই লগ্নে শনি লগ্ন ও দ্বিতীয় পতি হওয়ার জন্য শুভ বলে ধরে নেওয়া হয়। কারণ লগ্নেশ কখনো অশুভ ফল প্রদান করে না। মকর লগ্নের জাতক বা জাতিকাদের কোষ্ঠীতে শনি কেন্দ্র, ত্রিকোণ, বা লাভের মত স্থানে থাকলে, টা বিশেষ প্রকার শুভ। মকর লগ্নের শুভ স্থানে উচ্চ রশিতে হলে এটি খুবই শুভ। তবে দুর্বল স্থানে, নিচ স্থানে থাকলে শনির প্রভাব কমে যায়। মকর লগ্নে শনি এবং চন্দ্রের প্রভাব থাকলে ব্যক্তিবর্গ কে নিষ্ঠুর অমানবিক করে তোলে। মকর লগ্নের জাতকদের শনির অন্তরদশার সময় খুব লাভ প্রাপ্ত হয়। শনি মারকেশ হওয়ার কারণে তাদের খুব কষ্টও ভোগ করতে হয়।

কুম্ভ রাশি-
এই লগ্নে শনি লগ্ন পতি ও দ্বাদশ পতি হওয়ার কারণে মিশ্রফল প্রদান করে কারণ দ্বাদশ স্থানে অশুভ ফল প্রদান সবচেয়ে কম হয়। কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের কুষ্টিতে শনি কেন্দ্র, ত্রিকোণ বা উচ্চ রাশিতে হলে সেটা মিশ্র ফল দেয়। এর বিপরীতে শনি অশুভ স্থানে বিরাজ করলে, অশুভ প্রভাব কম হয় এবং শনি শুভফল প্রদান করেন। দ্বাদশ স্থানে থাকার জন্য এখানে শনি খরচ করান। যদি শনি স্ব রাশিতে থাকে তবে অধিক খরচ করায়।

মীন রাশি-
মীন লগ্নে শনি লাভেশ ও দ্বাদশেষ হওয়ায় মিশ্র ফল দিয়ে থাকেন। এই লগ্নের জাতক বা জাতিকাদের কোষ্ঠীতে শনি যদি কেন্দ্র, ত্রিকোণ বা উচ্চ রাশিতে হয়, তবে টা মিশ্র ফল দেয়। শনি যদি বিপরীত অশুভ স্থানে বিরাজ করে তাহলে, অশুভ ফলের পরিমাণ কম হয় ও শুভ ফলপ্রদান করেন। লাভ স্থানে থাকার কারণে শনি এখানে লাভের অধিপতি। শনি স্ব রাশিতে হলে জাতকগণ অধিক লাভবান হয়। মীন লগ্নে শনি দ্বাদশ স্থানে থাকলে ব্যক্তিবর্গগণ বিদেশ যাত্রা করেন। এই লগ্নে জাতক, জাতিকারা শনির দশায় বিশেষ লাভবান হতে পারে।

পড়ুন – শারীরিক সম্পর্ক, লিভ ইন সাইফ আলি খান নিয়ে করিনার বেফাঁস মন্তব্য