এখন কাজের সূত্রে এবং নিজেদের সব দিক থেকে এলার্ট রাখার জন্য বিভিন্ন জায়গায় মোবাইল নম্বর টা আমরা দিয়ে থাকি।সেই কারণেই সংখ্যাতত্ত্বের সাথে মিলিয়ে আপনার জন্য ঠিক হবে এমন নম্বর হওয়া বাঞ্চনীয়।
মোবাইল ফোন এখন আমাদের জীবন যাত্রার সাথে পুরোপুরি জড়িয়ে আছে। বিভিন্নভাবে এই মুঠো ফোন আমাদের প্রতিনিধিত্ব দিয়ে আসছে। এখন কাজের সূত্রে এবং নিজেদের সব দিক থেকে এলার্ট রাখার জন্য বিভিন্ন জায়গায় মোবাইল নম্বর টা আমরা দিয়ে থাকি।সেই কারণেই সংখ্যাতত্ত্বের সাথে মিলিয়ে আপনার জন্য ঠিক হবে এমন নম্বর হওয়া বাঞ্চনীয়।
যা হোক একটি মোবাইল নম্বর বেছে নিলেই কিন্তু মুশকিল,তাই এর আগে দেখে নিন কোন সংখ্যাটি আপনার জন্য সঠিক। এক্ষেত্রে প্রশ্ন একটা উঠেই আসে, যে কিভাবে বোঝা যাবে কোনটি শুভ সংখ্যা হবে, মোবাইল নম্বর বেছে নেওয়ার সময়। অবশ্যই তা জানাবো –
জন্মতারিখ হিসাবে সবার একটি মূলাঙ্ক ও একটি ভাগ্যাঙ্ক থাকে। এবার আসি সেটা জানার উপায়ে –
যদি কারোর জন্মতারিখ হয় 14 সেপ্টেম্বর 2019 সেক্ষেত্রে তার মূলাঙ্ক হবে (1+4)=5
এবং তার ভাগ্যাঙ্ক হবে জন্মতারিখ অনুযায়ী (14.9.2019)
1+4+9+2+0+1+9=26
(2+6) = 8
এবার দেখে নেওয়া যাক কিভাবে মূলাঙ্ক ও ভাগ্যাঙ্ক মিলিয়ে নিজের মোবাইল নম্বর টি নির্বাচন করবো –
যেভাবে আপনি জন্মতারিখ সংখ্যা পরপর যোগ করে ভাগ্যাঙ্ক বের করলেন। সেই ভাবেই নিজের মোবাইল নম্বর বেছে নেয়ার সময় নম্বর গুলো পরপর বসিয়ে যোগ করুন যতক্ষণ না এরকম এক অংকের সংখ্যা আসছে। যেমন আপনার ফোন নম্বর টি যদি হয় 8013097899
তাহলে নম্বর গুলি পরপর বসিয়ে যোগ করুন এভাবে (8+0+1+3+0+9+7+8+9+9)=54
(5+4)=9
এই সংখ্যার যোগফল আর ভাগ্যাঙ্ক যদি এক হয়ে যায় তবে সেটি অন্তত শুভ সংখ্যা হিসাবে মনে করা হয়। নিউমেরোলোজি অনুযায়ী 9 সংখ্যাটি খুব শুভ মানা হয় তাই আপনার মোবাইল নাম্বার গুলির যোগফল যদি 9 হয় কিন্তু যদি আপনার ভাগ্যঙ্কের সাথে এটি না মেলে তবে ওই মোবাইল নাম্বারটি না পাল্টালেও চলবে।
নতুন ফোন নাম্বার নেওয়ার সময় যে তথ্যগুলি অবশ্যই মাথায় রাখবেন :
1. কোন মোবাইল নাম্বারের সংখ্যাগুলি যদি প্রথম থেকে শুরু করে পরপর বাড়তে থাকে তাহলে ধরে নেওয়া হয়ে থাকে যে সেই ব্যক্তি খুবই উন্নতি করবে।
2. এই সংখ্যাগুলো যদি সারিবদ্ধ ভাবে এর উল্টো হয় অর্থাৎ বড় থেকে ছোট দিকে যায় তাহলে জীবনের নানা বাধা বিপত্তি আসতে পারে।
3. যদি মোবাইল নাম্বার যোগ করার পর বারবার 8 আসে সেটি অশুভ বলে বিবেচনা করা হয়। তারপরে ব্যক্তিকে বিভিন্ন বাঁধার সম্মুখীন হতে হয়।
4. মোবাইল নম্বরের যোগফল যদি নয় হয় অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। এর ফলে ব্যক্তির উত্তরোত্তর বৃদ্ধি ও জ্ঞান সম্পদ বাড়ে।
5. মোবাইল নম্বর নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন নম্বর গুলির সংযোজনী বেশিরভাগ নম্বর 9 থাকে এবং 8 সংখ্যাটি যতটা পরিমাণ কম থাকে ততই ভালো।
- শীতে ঘোরার সেরা ঠিকানা দার্জিলিং: পাহাড়ের রানির অদেখা সৌন্দর্য উন্মোচনে সম্পূর্ণ ভ্রমণ গাইড
- Delhi Bad Quality Air Reaches Hazardous Levels, AQI Shows Dangerous Trend
- AI নাকি বাস্তব ? মহাকাশ আলোকচিত্রে ভাইরাল ‘দ্য ফল অফ ইকারাস’
- Delhi Blast Terrorist Suicide Bombing Video Viral: Reveals Radicalised Mind
- The Academy of Fine Arts Release Update: প্রযুক্তিবিদ ফেডারেশনের আপত্তিতে থমকে গেল চলচ্চিত্র মুক্তি
- Indian Pilgrims Dead in Saudi Arabia: 42 Umrah Travellers Feared Dead in Madinah Bus Crash








