এই একটি সংখ্যা ব্যবসায় শ্রীবৃদ্ধি আনবে

khobordobor numerology post

সংখ্যাতত্ত্ব আনুসারে বিভিন্ন সংখ্যা আমাদের জীবনে বিভিন্ন প্রভাব ফেলে । এমন কিছু সংখ্যা আছে যেগুলো সবার জীবনে ভালো প্রভাব দেয় । এমন একটি সংখ্যা হল ২৪ (Twenty Four) ।

সংখ্যাতত্ত্ব মতে ২৪ হল এমন একটি সংখ্যা যা কিনা ব্যাবসায় শ্রীবৃদ্ধি আনতে পারে যদি এটাকে ব্যবসা স্থানে সঠিক ভাবে লাগানো হয় । এখন কথা হল এই সংখ্যার মধ্যে কি এমন গুরুত্ব আছে যা ব্যবসার উন্নতির জন্য সাহায্য করবে ? এর উত্তর আমরা পেয়ে যাব এই সংখ্যা বিশ্লেষণ করলে । কি এমন আছে ২৪ এর মধ্যে যা আয় ও উন্নতি করতে সাহায্য করবে ? প্রত্যেক সংখ্যা একটি নির্দিষ্ট গ্রহের সংখ্যা । ১ থেকে ৯ পর্যন্ত সব সংখ্যা গুলোকে একেকটা গ্রহ নিয়ন্ত্রন করে ।

এই ২৪ সংখ্যাটি তৈরি ২ ও ৪ সংখ্যা দিয়ে । সংখ্যাতত্ত্ব  আনুসারে ২ সংখ্যাটি হল চন্দ্রের আর ৪ সংখ্যা হল রাহুর । আমাদের প্রত্যেকের জীবনে চন্দ্রের ভূমিকা গুরুত্বপূর্ণ । চন্দ্র মনকে নিয়ন্ত্রন করে, আমাদের জীবনে অর্থ নৈতিক দিকও নিয়ন্ত্রিত হয় চন্দ্রের দ্বারা । মন যদি ঠিক থাকে তবে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি । এবার আসি ৪ অর্থাৎ রাহুর কথায় রাহুকে অনেকে খারাপ ভাবে বিচার করে, সাধারণত রাহুকে পাপ গ্রহ বলা হয় কিন্তু এই রাহুর পজিটিভ দিকও আছে । রাহু আমাদের দেয় বিভিন্ন বিষয় বা বস্তু কে সঠিক ভাবে নিয়ন্ত্রন করার ক্ষমতা, এছাড়া রাহু শেখায় ডিপ্লোম্যাটিক হওয়া । রাহু দেয় হঠাৎ প্রাপ্তি । ব্যবসা করতে গেলে রাহু ও চন্দ্রের গুণাবলী খুবই প্রয়োজন ।

আর্থিক উন্নতি বা বাস্তুদোষ নিবারনে কপ্পুরের জুরি নেই

এবার আসি সবচে গুরুত্বপূর্ণ বিষয় যা হল — এই ২ ও ৪ কে যোগ করলে হয় ৬ । এই ৬ সংখ্যা হল শুক্রের সংখ্যা । এই শুক্র আমাদের দেয়  অর্থ নৈতিক উন্নতি, জাগতিক সুখ, ঐশ্বর্য । সুতরাং ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য ২৪ সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ ।

এবার প্রশ্ন কিভাবে এই সংখ্যাকে ব্যবহার করব সেটা জেনে নেওয়া খুব দারকার । এই ২৪ সংখ্যাকে ইংরাজিতে (24) লাল কালিতে ভালো করে লিখে আপনার ক্যাশ বাক্সে লাগিয়ে দিন । অথবা আপনার বসার জায়গার পিছনে লাগিয়ে দিন ।

এটি শুধু মাত্র ব্যবসার জায়গাতেই ব্যবহার করা উচিত । গৃহস্থ বাড়িতে এই সংখ্যা ব্যবহার অনুচিত ।

Facebook
WhatsApp
Twitter
LinkedIn
Telegram
Email
Pinterest
Twitter