খবর দবর:- Rasi Chakra বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, বিভিন্ন সময় কিছু শুভ যোগ তৈরি হয়। এর প্রধান কারণ বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন। এই ঘটনা মানুষের তো বটেই, গোটা পৃথিবীর উপরেই প্রভাব ফেলে। জ্যোতিষ মতে, ২২এপ্রিল, বৃহস্পতি গ্রহটি স্থানান্তর করেছিল। এরফলে বেশকিছু যোগ তৈরি হয়েছিল। বর্তমানে গুরুর অধিগ্রহণের কারণে গজলক্ষ্মী যোগ তৈরি হয়েছে। জ্যোতিষশাস্ত্রে গ্রহ, নক্ষত্র ও যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজ যোগও গঠিত হয়। মোট ৩২টি রাজযোগ জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে। বর্তমানে গুরুর অধিগ্রহণের কারণে গজলক্ষ্মী যোগ তৈরি হয়েছে। যার কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা শনির ধাইয়া ও শনির সাড়ে সাতি দশা থেকে মুক্তি পেতে পারেন। কোন কোন রাশির জাতক-জাতিকারা এই বিরল গজলক্ষ্মী যোগে উপকৃত হবেন, আসুন জেনে নেওয়া যাক –
তুলা রাশি :-
জ্যোতিষীদের মতে, এই রাশির সপ্তম ঘরে গজলক্ষ্মী যোগ তৈরি হবে। যার কারণে আটকে থাকা কাজে গতি আসবে এবং পৈতৃক সম্পত্তিতে ব্যক্তির অধিকার বৃদ্ধি পাবে। পাশাপাশি উপযুক্ত বিবাহ সঙ্গীর সন্ধানও সম্পন্ন হবে। হঠাৎ আর্থিক লাভ এবং উন্নতির সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি :-
গজলক্ষ্মী রাজ যোগের শুভ প্রভাব কর্কট রাশির জাতকদের উপরও পড়বে। জ্যোতিষ মতে, রাশিচক্রের দশম ঘরে এই যোগ তৈরি হতে চলেছে। এই সময়ে পদোন্নতির সুযোগ থাকবে। আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ইচ্ছা পূরণ হতে পারে এই বিরল রাজযোগের কারণে।
মীন রাশি :-
মীন রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে। এই শুভ যোগ পারিবারিক সুখ বয়ে আনতে পারে। চাকরিজীবীদের জন্য পদোন্নতির দারুণ সুযোগ অপেক্ষা করছে এই সময়। আর্থিক লাভেরও ভালো সম্ভাবনা রয়েছে। যারা চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন, শীঘ্রই সমস্যা সমাধান হয়ে সাফল্য পাবেন।
Rasi Chakra গজলক্ষ্মী যোগে ভাগ্য চমকাবে ৩ রাশির! কাদের মিলবে শনির কোপ থেকে মুক্তি?
MORE NEWS – এবার নিজের সঙ্গেই প্রতিযোগিতায় নামলেন অরিজিৎ।
বর্তমানে গানের জগতে যদি সর্বাধিক জনপ্রিয় অরিজিৎ সিং, তারপর বলাই। তাঁর প্রতিটা গানই এক কথায় ভাইরাল। অরিজিতের গান মানেই দর্শক মনে আলাদা উন্মাদনা, আবেগ। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়া এক একটি সৃষ্টি ঘিরে দর্শকদের মনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। CONTINUE READING