কিভাবে মানিব্যাগে টাকা রাখলে অর্থসৌভাগ্যের উন্নতি হয়

how to keep money in wallet for prosperity

অর্থসৌভাগ্য মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। সুগঠিত ভাবে অর্থ রাখা ও তার ব্যাবহার নিয়ে বস্তুশাস্ত্রে কিছু নিয়ম, বিধি নিষেধ আছে। যা মেনে চলা বা অনুসরন করাই উচিত কাজ বলে মনে করা হয়। খুব স্বাভাবিক ভবে সবাই তার ওয়ালেটে টাকার সাথে এমন বেশ কিছু জিনিস রাখে যা বাস্তুগত দিক দিয়ে তার অর্থনৈতিক অমঙ্গল বলে ধরে নেওয়া হয়। কি কি জিনিস পার্সে রাখা ঠিক নয় সেটা জেনে নেওয়া যাক।

মৃত ব্যাক্তি, যার কোনো অস্তিত্ব আজ আর পৃথিবী তে নেই, এমন কোনো ফটো ওয়ালেটে রাখা অমঙ্গলসুচক। এর ফলে কাজে বিভিন্ন ভাবে বাধার সৃষ্টি হতে পারে।

অনেকেই ইশ্বর এর ছবি রাখতে পছন্দ করেন ওয়ালেটে। তবে আপনার ওয়ালেটে রাখা সেই ছবি গুলি কখনোই ছেড়া বা নষ্ট ভাবে রাখা ঠিক নয়। সযত্নে সুন্দর করে ছবি গুলি রাখতে হবে যা আপনার আর্থিক সৌভাগ্য কে আমন্ত্রণ জানাবে।

ওয়ালেটে কিভাবে টাকা রাখা হবে সেটিও ভীষণ গুরুত্ত্বপূর্ণ একটি দিক। অগোছালো বা কোনরকমে মুড়ে গুঁজে টাকা রাখা কে অর্থ নষ্টের কারণ হিসাবে বাস্তু শাস্ত্রে বলা হয়েছে। যত্নসহকারে গুছিয়ে রেখে টাকার মর্যাদা দেওয়া উচিত।

মোটা ধরনের কাগজ বা জিনিস পার্সে রাখা অনুচিত। বলা হয় যে এই জাতীয় জিনিস ওয়ালেটে রাখলে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায় এবং অর্থ ক্ষতির আশঙ্কা দেখা দেয়।

আপনার ওয়ালেটের অবাঞ্ছিত জিনিস গুলি সরিয়ে আপনি হয়ে উঠুন আর্থিক ভাবে সৌভাগ্যবান।

আরও পড়ুন – ভুগছেন কঠিন অসুখে, কাজ নেই কপিল শর্মা শো-এর সুমনার