আপনি ইলেকট্রনিক সামগ্রী বার বার মেরামত করা সত্ত্বেও খারাপ হচ্ছে । আবার লাল পিঁপড়ে তাড়াবার জন্যে বিভিন্ন জিনিস ব্যবহার করেছেন তবুও তার থেকে নিষ্কৃতি পাচ্ছেন না ।
বাস্তু শাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে এটা আপনার বাস্তু সমস্যার শুরুর প্রভাব ।
একটার পর একটা ইলেকট্রনিক সামগ্রী বার বার খারাপ হয়ে যাচ্ছে, বাড়িতে সব সময় লাল পিঁপড়ে উপদ্রব এগুলো কি শুধু কাকতালীয় ?
যদি ভেবে থাকেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি ইলেকট্রনিক সামগ্রী বার বার মেরামত করা সত্ত্বেও খারাপ হচ্ছে। আবার লাল পিঁপড়ে তাড়াবার জন্যে বিভিন্ন জিনিস ব্যবহার করেছেন তবুও তার থেকে নিষ্কৃতি পাচ্ছেন না ।
বাস্তু শাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে এটা আপনার বাস্তু সমস্যার শুরুর প্রভাব। শুরুতেই যদি এই সমস্যার সমাধান করা না হয় তাহলে পরবর্তী সময়ে সেটা বড় আকার নিতে পারে।
আরও পড়ুন – শনির দশা কোন লগ্নের ক্ষেত্রে শুভ ফল প্রদান করে জেনে নিন
বাস্তু শাস্ত্র অনুযায়ী উপরক্ত কারন গুলো ঘটে যখন বাস্তুর মধ্যে রাহুর সমস্যা হয়। বাস্তু শাস্ত্র মতে রাহুর দিক হলো দক্ষিণ – পশ্চিম দিক। এই দিক যদি ঠিক না থাকে যেমন অপরিষ্কার, রং বা প্লাস্টার চোটে যায়, অন্ধকার স্যাঁতস্যাঁতে থাকে বা এইদিক কাটা থাকে তবে সেটি বাস্তুদোষ ধরা হয়। তাড়াতাড়ি এরজন্যে উপযুক্ত ব্যবস্থা করলে রাহুর সমস্যার সমাধান হবে। এছাড়া বাড়িতে ময়ূরের পালক রাখলে রাহুর সমস্যার সমাধান হবে।