কবি নজরুল ইসলামকে জন্মদিনে বিশেষ ভিডিওর মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জিতের

khobordobor

দেশে যখন অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়, সেই সময় তখন তাঁর লেখা ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ কবিতা মনে করিয়ে দেয় হিংসা, বিদ্বেষ নয়, কারণ আমরা হিন্দু-মুসলমান ভাই-ভাই। সেই কাজী নজরুল ইসলামের জন্মদিনে বিশেষ ভিডিও পোস্ট করলেন টলিউড অভিনেতা জিৎ। আর তাতে উচ্ছ্বসিত হয়ে কমেন্ট করেছেন আর এক অভিনেতা আবীর।

অভিনেতা জিৎ তাঁর ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করেছেন যেখানে তিনি কবির ‘বল বীর বল উন্নত শির’-কবিতাটি পাঠ করছেন বজ্রকণ্ঠে গঙ্গার পারে দাঁড়িয়ে। সূর্যাস্তের সময় এইভাবেই কবিকে শ্রদ্ধাজ্ঞপন করলেন অভিনেতা। এই ভিডিয়োতে আবির চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে আহত। আসলে এটি জিৎ ও আবিরের ২০১৪ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘দ্য রয়্যাল বেঙ্গল টাইগার’ ছবির একটি দৃশ্য। ছবির সেই দৃশ্য দিয়েই কবি নজরুলের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞপনের এমন ভাবনা জিতের।

জানা যায়, ছবিতে তিনি বিবেকের ভূমিকায় অভিনয় করেন। সেখানে আবির চরিত্রটি ভিতরের মানুষটিকে সামনে আনাই ছিল জিৎ অভিনীত চরিত্রের কাজ। আর এমনই একটি দৃশ্যে জিৎ-এর কণ্ঠে শোনা যায় নজরুলের বিখ্যাত কবিতাটি। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, শ্রদ্ধা দাস ও অন্যান্য অভিনেতাদের।

বিদ্রোহী কবিকে এভাবে শ্রদ্ধাজ্ঞপনের পাশাপাশি পোস্টের সঙ্গে ক্যাপশনে যা লিখেছেন তা, শিল্পী হিসাবে কবি নজরুল ইসলামের জন্মদিনের বিশেষ এই দিনে তাঁকে স্মরণ করে তাঁর চিন্তাধারাকে জীবিত রাখার সুযোগ পাওয়াটাই বড় বিষয়।

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

Leave a Comment