Sunday, December 10, 2023
HomeবিনোদনArijit Singh এবার নিজের সঙ্গেই প্রতিযোগিতায় নামলেন অরিজিৎ।

Arijit Singh এবার নিজের সঙ্গেই প্রতিযোগিতায় নামলেন অরিজিৎ।

খবর দবর:- Arijit Singh বর্তমানে গানের জগতে যদি সর্বাধিক জনপ্রিয় অরিজিৎ সিং, তারপর বলাই। তাঁর প্রতিটা গানই এক কথায় ভাইরাল। অরিজিতের গান মানেই দর্শক মনে আলাদা উন্মাদনা, আবেগ। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়া এক একটি সৃষ্টি ঘিরে দর্শকদের মনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। অরিজিৎ সিং-এর একটি গান মানেই ছবির ক্ষেত্রেও তা অতিরিক্ত মাইলেজ এনে দেয়। এক সময় কঠিন লড়াই করে সংগীত জগতে নিজেকে গড়ে তোলা এই গায়ক আজ সকলের নয়নের মণি। সেই অরিজিৎ সিং-এর মুকুটেই এবার নয়া পালক। পেলেন ফিল্ম ফেয়ার ২০২৩। তবে মনোনয়ন দেখে সকলেই একপ্রকার অবাক। কারণ একটি নয়, মোট তিন গানে নিজেকেই নিজে প্রতিযোগিতার মুখে দাঁড় করিয়েছেন তিনি।

ব্রহ্মাস্ত্র’ ছবির ‘কেশরিয়া’, ‘দেবা দেবা’ এবং ‘ভেড়িয়া’ ছবির ‘আপনা বনালে পিয়া’ গানের জন্য মনোনীত ছিলেন অরিজিৎ। এর মধ্যে সেরার সেরা গান ‘কেশরিয়া’ চিনিয়ে নিল পুরস্কার। কেরিয়ারের শুরুতে একাধিক ঝড় তাঁর ওপর দিয়ে বয়ে গেলেও এখন তিনিই হাজার হাজার ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর অনবদ্য কণ্ঠস্বরে সত্যি মুগ্ধ হতে হয়। যে মানুষটির কনসার্টের টিকিট লাখ টাকায় বিক্রি হয়, যাঁর সাক্ষাতের জন্য ভক্তরা মুখিয়ে থাকেন। অসাধারণ হয়ে তিনি সাধারণ। মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় সাধারণ মানুষের ভিড়ে মিশে পথচলতে। নেই কোনও বিলাসবহুল ফ্লাট কিংবা বাংলো, গাড়ি। পাশে থাকে না বডিগার্ডও। কারণ সমাজের গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে একজন রিক্সালাও তার বন্ধু আপনজন। আর এই আপনজনেরাই তাকে ঘিরে রেখেছে সর্বদা।

Arijit Singh এবার নিজের সঙ্গেই প্রতিযোগিতায় নামলেন অরিজিৎ।

Modelling Sara Sengupta আন্তর্জাতিক স্তরে একমাত্র বাঙালি মডেল হয়ে র‍্যাম্পে যীশু কন্যা, মুগ্ধ পরিচালক সৃজিত।

সেলিব্রিটির সংজ্ঞাটা সাধারণ মানুষের কাছে খুব স্পষ্ট। ধরা ছোঁয়ার বাইরে থাকা স্টারকাস্ট। যাঁরা প্রতিটা মুহূর্তে ভক্তদের জন্য প্রাণপাত করলেও নিজের একটি নির্দিষ্টি গণ্ডির মধ্যেই থাকতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। তবে সব সময়ই যে তা নিজের সুখ স্বাচ্ছন্দের জন্য এমনটা নয়, অনেক সময় স্টারদের পথে ঘাটে দেখলে ভক্তের উত্তেজনার বসে অনেক অপৃতিকর ঘটনাও ঘটে যায়। কিন্তু একমাত্র ব্যতিক্রমী অরিজিৎ সিং। তাই স্টার হয়েও আজ তিনি সাধারণের মাঝে মিশে যেতে পারেন খুব সহজেই।

Sabyasachi Rana
Author: Sabyasachi Rana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments