খবর দবর:- Bhaijaan in Kolkata চোখে কালো সানগ্লাস আর পরনে আকাশনীল হাফ-হাতা শার্ট আর ডেনিম। ডান হাতে সিগনেচার মার্ক রিস্টলেট। শনিবার ঘড়ির কাঁটায় ঠিক ৪টে বেজে ২০ মিনিটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকল একটা ব্ল্যাক ফরচুনা। গোটা শহর তাঁর অপেক্ষাতেই ছিল। সন্ধেয় তাঁকে স্টেজে ‘লাইভ’ দেখার জন্য অধীর অপেক্ষায় ফ্যানেরা। শুক্রবার মধ্যরাতে বলিউডের ‘ভাইজান’ পা রেখেছেন কলকাতায়। তখনই জানা গিয়েছিল শনিবার ‘দবাং ট্যুর ’-এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সলমন। সেইমতো দিদির কাছে এলেন ভাইজান।
এ দিন ৪টে বেজে ২০ মিনিটে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সলমন। তাঁর সুরক্ষার জন্য এলাকায় ছিল কড়া নিরাপত্তা। শতশত সলমন-ভক্তদের পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও তাঁর বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় সলমনের জন্য। মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। সলমনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। দু’জনেই একে অপরকে হাতজোড় করে নমস্কার করেন। এরপর মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে যান সলমন। সলমনের সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষী ও অন্যান্যরা।
দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় এসে ভক্তদের মন জয় করলেন ভাইজান। আলিপুরের এক বিলাসবহুল হোটেলে শুক্রবার নিশিযাপন করেছেন ৫৭ বছর বয়সী ‘বজরঙ্গি ভাইজান’। শনিবার সকাল থেকেই ইস্টবেঙ্গল ক্লাবের চারপাশে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয় চত্বর। এরই মাঝে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান সলমন। তাঁকে স্বাগত জানানোর জন্য অগুণতি ভক্তদের সঙ্গে অপেক্ষা করছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সলমনের কনভয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে পৌঁছনো মাত্রই তাঁকে স্বাগত জানাতে ঘরের দরজা থেকে পায়ে হেঁটে এগিয়ে আসেন দিদি মমতা। কালো রঙের বিলাশবহুল গাড়ি থেকে নেমেই সকলের দিকে তাকিয়ে হাত নেড়ে পাল্টা ভালবাসা জানালেন ‘ভাইজান’।
Bhaijaan in Kolkata দিদির বাড়িতে ভাইজান, সলমনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মমতা।
Silver jewlery রুপোর অলংকার পছন্দ? ভাগ্যকে উজ্জ্বল করতে ব্যবহারের আগে লক্ষ্য রাখুন এই বিষয়গুলি।
সলমনের আসার সেই ভিডিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘স্বনামধন্য অভিনেতা সালমান খানের সঙ্গে আলাপকালে’। আজ, শনিবার সন্ধ্যেয় ইস্টবেঙ্গল ক্লাবে সলমনের শো-এর আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী সোনাক্সি সিনহা, জ্যাকলিন ও পুজা হেগড়েও। সূত্রের খবর, ইস্টবেঙ্গল ক্লাবে আয়োজিত শো-তে প্রায় ১৬ হাজার লোকের সমাগম হতে পারে। মাঠ প্রাঙ্গনে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক পুলিশকর্মী।
স্বপ্নের নায়ককে এক পলক দেখার জন্য শুক্রবার মধ্যরাতেই বিমানবন্দর চত্ত্বরে ভিড় জমান অনুরাগীরা। ফ্যানেদের দিকে তাকিয়ে নমস্কার জানান সাল্লু মিঞা। ছুঁড়ে দেন উড়ন্ত চুমুও। সম্প্রতি বক্সঅফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি ভাইজানের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’। তবে তাতেও যে এক চুল ভাটা পড়েনি ভাইয়ের ফ্যানেদের উন্মাদনায়।