Monday, May 29, 2023
Homeবিনোদনফিল্ম গসিপএমন পোশাক পড়েছেন কেন? করণের পার্টিতে চরম অস্বস্তির সম্মুখীন দক্ষিণী এই অভিনেত্রী

এমন পোশাক পড়েছেন কেন? করণের পার্টিতে চরম অস্বস্তির সম্মুখীন দক্ষিণী এই অভিনেত্রী

বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টি। জন্মদিনের পার্টিতে একেবারে আলিশান র্পাটি দিলেন করণ। বুধবার রাতে মুম্বইয়ের রাজ স্টুডিয়োতে ছিল জন্মদিনের পার্টি। সেখানে ফ্যাশনের অভাব যে হবে না, সে কথা বলাই বাহুল্য। পার্টিতে উপস্থিত ছিলেন টাইগার শ্রফ, শাহিদ কাপুর, মিরা রাজপুত, ভিকি কৌশল, কাটরিনা কাইফ, অভিষেক বচ্চন, ঐশ্বর্য্য রাই বচ্চন এবং আরও অনেকে। ঝলমলে সবুজ ব্লেজারে মন মাতিয়ে দিয়েছেন বার্থ ডে বয় কে-জো ৷ সইফ, করিনাও এদিন বাদ পড়েননি করণের অতিথির তালিকা থেকে। বলিউডের প্রায় সব তাবড় সেলিব্রিটিরাই এদিনের পার্টিতে হাজির ছিলেন। এছাড়াও ছিলেন দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানাও৷ তারকাদের ভিড়ে ঠাসা করণ জোহরের জন্মদিনের পার্টিতে কে নেই সেখানে? এক কথায় চোখ ফেরানো দায়! এক ছাদের তলায় এক ঝাঁক সেলিব্রিটিদের ফ্যাশন আর স্টাইল সবাইকে মন্ত্রমুগ্ধ করেছিল।

তবে পার্টির রেড কার্পেটে পা রাখতেই ফ্যাশনেবল পোশাক নিয়ে রীতিমতো নাজেহাল হতে হয় পুষ্পা সিনেমার দক্ষিণী তারকা অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে। কালো রংয়ের ওয়ান সোল্ডার বডিকোন হাই -থাই স্লিট সুন্দর পোশাকটি ঘিরে নেটদুনিয়ায় তুমুল হৈচৈ শুরু হয়ে গিয়েছে। স্টেট খোলা চুল, স্মোকি আই মেকআপ, মিনিম্যাল মেকআপে এদিন রেড কার্পেটে রেশ্মিকাকে যে সম্পূর্ণ এক অন্য অবতারে দেখা গিয়েছে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু হাঁটার সময় পোষাক সামলাতে গিয়ে সাংবাদিকদের সামনে তাঁর বেসামাল পরিস্থিতি ধরা পড়ে। রীতিমতো অস্বস্তিতে পড়তে দেখা যায় দক্ষিণ এই তারকাকে। মুখে হাসি নিয়েও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া যেমন হৈচৈ শুরু হয় তেমনি চর্চা কিছু কম হয়নি। নেটিজেনদের অনেকেই কটাক্ষের সুরে মন্তব্য করেছেন, ‘এমন পোষাক কেন পড়েছেন, যা সামলানো দায় হয়ে পড়ে!’

diginext
Author: diginext

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments