Saturday, December 3, 2022
Homeবিনোদনফিল্ম গসিপদার্জিলিংয়ে ডিনার ডেটে করিনা কাপুর ও সইফ আলি খান, প্রকাশ্যে জমজমাট ছবি

দার্জিলিংয়ে ডিনার ডেটে করিনা কাপুর ও সইফ আলি খান, প্রকাশ্যে জমজমাট ছবি

দার্জিলিংয়ের রেস্তোরাঁয় বন্ধু-বান্ধবদের সঙ্গে নৈশভোজ সারছেন সইফ-করিনা। শুটিংয়ের পাশাপাশি পাহাড়ি শহরে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তাঁরা। সম্প্রতি সিরিজের প্রযোজক শুটিং শেষে নৈশভোজের ছবি শেয়ার করেছেন। একদিকে জোরকদমে চলছে সিরিজের শুটিং। আর অন্যদিকে এর মাঝেই দুই ছেলে ও সইফের সঙ্গে দার্জিলিং-এর উইন্ডামেরে হোটেলে ফ্যানেদের সঙ্গে লেন্সবন্দি হলেন করিনা। সেখানে করিনার একের পর এক ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসতেই, হইচই শুরু হয়েছে ভক্ত মহলে।

Khobordobor
দার্জিলিংয়ে ডিনার ডেটে করিনা কাপুর ও সইফ আলি খান, প্রকাশ্যে জমজমাট ছবি

জানা গিয়েছে, ওটিটি-র দুনিয়ায় এবার অভিষেক করতে চলেছেন করিনা। আর সেই শ্যুটিংয়ের কাজেই গত কয়েকদিন ধরে কুইন অফ হিলসে রয়েছেন তিনি। ছবির নাম ‘দ্য ডিভোশন অফ সাসপেক্স এক্স’। সম্প্রতি ছবির প্রযোজক জয় শেওয়াক্রামানি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে, করিনা কাপুর, স্বামী সইফ আলি খান, গৌরব কে চাওলা ও অন্যদের। সবাই দার্জিলিংয়ের কোনও এক শীতের রাতে ওয়াইনের গ্লাস নিয়ে ডিনার ডেটে ব্যস্ত। ছবির ক্যাপশনে লেখা, ‘দার্জিলিং নাইটস প্রিয়দের সঙ্গে।
সুজয় ঘোষের সঙ্গে হাত মিলিয়ে তাঁর প্রথম ওটিটি প্লাটফর্মের জন্য কাজ করছেন করিনা কাপুর খান। সেখানেই সঙ্গ দিতে গিয়েছেন সইফ ও দুই ছেলে।

পরিচালক সুজয় ঘোষের আগামী সিরিজ ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। মুখ্য ভূমিকায় করিনা। রহস্যে মোড়া সিরিজে করিনার সঙ্গেই দেখা যাবে জয়দীপ আহালওয়াট এবং বিজয় বর্মাদের।
ডিভোশন অব সাসপেক্ট এক্স একটি মার্ডার মিস্ট্রি। জাপানি লেখক কিগো হিগাশিনো-র লেখা গল্প নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে।

diginext
Author: diginext

LEAVE A REPLYPlease enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

%d bloggers like this: