Thursday, August 18, 2022
Homeবিনোদনফিল্ম গসিপখুশির হাওয়ায় ভাসছে রনোলিয়া, আলিয়া নিজেই দিলেন তার মা হওয়ার সুসংবাদ

খুশির হাওয়ায় ভাসছে রনোলিয়া, আলিয়া নিজেই দিলেন তার মা হওয়ার সুসংবাদ

কিছুদিন আগেই ভাট পরিবারের ছোটো মেয়েটির বিয়ে হলো ঋষি নিতু র পুত্র রনবীর এর সাথে। আপামর  ভারতবাসী কাছেএই বিয়েটা ছিল বহু প্রতিক্ষিত।বিয়েটা এন্টিমেট হলেও বেশ ঘটা করেই রিসেপশন হলো বিটাউন এ মাত্র দুমাস আগেই।বিয়ের পর এই তারকা নিজের আলাদা সুখী ঠিকানা বানিয়েছিলেন তাঁদের বিলাস বহুল বাস্তু নামক এপার্টমেন্ট এ। সেই সুখী ভবনে এবার আসতে চলেছে নতুন অতিথি। রনোলিয়ার সন্তান। মা হওয়ার খবর টা নিজেই ইনস্টাগ্রাম এ পোস্ট করে জানিয়েছেন আলিয়া।

খবর টা প্রকাশের সাথে সাথে শুভেচ্ছা বার্তায় ভরে গেছে তার ইন্সটা।

আমাদের খবর দবরের তরফ থেকেও নবোদম্পতি ও হবু মা এর জন্য রইলো অজস্র শুভেচ্ছা।

LEAVE A REPLYPlease enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

%d bloggers like this: