Sunday, December 10, 2023
Homeবিনোদনফিল্ম গসিপBiography Atal bihari Vajpayee শুরু হল 'ম্যায় অটল হুঁ' ছবির শুটিং, পোস্ট...

Biography Atal bihari Vajpayee শুরু হল ‘ম্যায় অটল হুঁ’ ছবির শুটিং, পোস্ট করলেন অভিনেতা পঙ্কজ।

খবর দবর:- Biography Atal bihari Vajpayee অটল বিহারী বাজপেয়ী রূপে শ্যুটিং ফ্লোরে হাজির বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক ‘ম্যায় অটল হু’। এই ছবিতে অটল বিহারীর চরিত্রে যে মির্জাপুরের কালিন ভাইয়াই অভিনয় করতে চলেছেন, ইতিমধ্যে অবশ্য একথা অনেকেই জেনে গিয়েছেন। অটল বিহারী লুকে নিজের ছবিও শেয়ার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পঙ্কজ ত্রিপাঠি।

পঙ্কজ ত্রিপাঠির অটল লুক ব্যাপক জনপ্রিয় হয়েছিল নেটদুনিয়ায়। শীঘ্রই ছবির শ্যুটিং শেয়ার করা নিয়ে আভাসও দিয়েছিলেন বলিউডের অন্যতম বলিষ্ঠ এই অভিনেতা। অবশেষে অপেক্ষার দিন শেষ হল। রবিবার থেকে মুম্বইতে ‘ম্যায় অটল হুঁ’ ছবির শ্যুটিং শুরু করলেন পঙ্কজ ত্রিপাঠি। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার জয়ী ফিল্ম মেকার রবি যাদব। জানা গিয়েছে, এরপর লক্ষ্ণৌতেও হবে বায়োপিকের শ্যুটিং। সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরে বড়পর্দায় ছবিটি মুক্তি পাওয়ার কথা।

স্বাধীন ভারতের অন্যতম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। একাধারে তিনি দেশের সফল প্রধানমন্ত্রী পাশাপাশি ছিলেন একজন সফল কবি, রাজনীতিবিদ এবং নিপাট সাদামাঠা ভালমানুষ। রূপোলি পর্দায় এমন একজন মানুষের জীবন কাহিনী ফুটিয়ে তুলতে পেরে গর্বিত পঙ্কজ ত্রিপাঠি।

Biography Atal bihari Vajpayee শুরু হল ‘ম্যায় অটল হুঁ’ ছবির শুটিং, পোস্ট করলেন অভিনেতা পঙ্কজ।

Vastu Shastra Knowledge ফ্ল্যাটের দরজা রঙ করুন বাস্তুমতে! প্রবেশদ্বার কেমন হলে ভালো, জেনে নিন।

King Khan of Bollywood ফের তিন মাস পিছিয়ে গেল ‘জওয়ান’-এর মুক্তি, প্রকাশ্যে ছবির প্রথম মোশন পোস্টার।

এদিন ছবির নাম লেখা ক্লাপস্টিক সমেত ছবি পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, “শ্রী অটলবিহারী বাজপেয়ীর মতো একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে বোঝার দারুন সুযোগ পেয়েছি। আশা করি আমি নিশ্চিতভাবে এই ব্যক্তিত্বের প্রতি যথার্থ বিচার করতে পারব।”

অভিনেতা এও জানিয়েছেন, মহান নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয়ের সুযোগ পাওয়া নিজের কাছেই বিরাট সম্মানের বিষয়। জানা যায়, তাঁর ভাষা, জীবনধারা, এবং দেশের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বোঝার জন্য রিসার্চ ওয়ার্কের দীর্ঘ পথ অতিক্রম করেছেন তাঁরা। ছবির গানে শোনা যাবে সালিম-সুলেমান জুটির সুর।গানের কথা লিখেছেন মনোজ মুনতাশির। ছবিতে গান গেয়েছেন একাধিক বিখ্যাত শিল্পী।

JioCinema-র ধামাকা উপহার, এবার দর্শকদের জন্য আসছে Warner Bros, HBO-র সব কনটেন্ট।

Sabyasachi Rana
Author: Sabyasachi Rana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments