সুশান্ত সিং রাজপুত,এমন একটি নাম যাকে খুব কম সময়ের মধ্যেই ভাগ্যের নির্মাণ পরিহাসের স্বীকার হতে হয়েছে। তরতাজা, প্রানবন্ত, তরুণ, অভিনেতা রূপেই রয়ে গেছেন অপার ভক্তকুলের হিদমাঝারে। তার মৃত্যুর প্রায় একবছর হতে চলা সময় এর মধ্যেও তিনি অমর হয়ে আছেন তার ফ্যানদের মেমোরিতে। যাকে ঘিরে দুঃখ, কষ্ট, অসময়ে হারানোর ব্যাথা, গর্ব, ভালোবাসা ও আবেগ সমান ভাবে কাজ করে। প্রতিবাদের ঝড় তুলতে এখনও ভোলেনি তার অনুরাগীরা। সুশান্তের অকাল প্রয়ানের এক বছর অতিক্রান্ত হতে চলেছে তবুও সেই ১৪ র দুঃস্বপ্নের রবিবার এখনও আতঙ্কিত করে রেখেছে অপামোর আমজনতা কে।
খুন না সত্যি সুইসাইড? কেনো ? ঠিক কি কারণে চলে যেতে বাধ্য হলেন সুশান্ত, কার সাথেই বা হয়েছিল তার শেষ বাক্যবিনিময়? কে এসেছিল সেই সময়? কিভাবে করলেন? অথবে কতটা সময় লেগেছিল তার? তার নাটকীয় মৃত্যু একটা রহস্য। কোনো স্পষ্ট জবাবহীন এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার মৃত্যুর তদন্ত নিয়ে বার বার ঝড় উঠেছে। সেই কেস আজও চলছে। সবাই সত্যিটা জানতে চায় ঠিক কি হয়েছিল সেদিন, তরুণ অভিনেতার সাথে?এর মাঝেই রায় দিল উইকিপিডিয়া
সেখানে সুশান্তের সম্পর্কে জানতে সেখানে ঢুকলেই মৃত্যুর কারণ স্বরূপ মিলছে একটি তথ্য। আত্নহত্যা করেছেন এই অভিনেতা। ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিলো তার মৃতদেহ। সুশান্তের ফ্যান মহল বেজায় রেগে গেছেন এতে।
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করল – সুশান্তের ছবি দিয়ে উকিপিডিয়া সুশান্ত খুন হয়েছিল। নেট মহল ভরে যায় একটার পর একটা পোস্ট এ।সুশান্তের প্রতি ভালোবাসা আর ন্যায়বিচারের এর ওপর আস্থা রেখেই অপেক্ষায় সুশান্তের ভক্তকুল যে একদিন আসল সত্যিই টা সামনে আসবেই।