একটি সিনেমা তৈরি হয় আকর্ষণীয় ভালো গল্প এবং ভালো মেকিং দিয়ে, এক্ষেত্রে গল্পের সাবজেক্ট ভালো হলেও সেটাকে বোঝা যাচ্ছে সিনেমা হিসেবে দেখার ক্ষেত্রে যে বহু লোকে যাদের ডিরেকশন এবং স্ক্রিপটিং এর নলেজ কম তারা মাথা গলিয়েছেন সবিস্তারে বিশ্লেষণ করি –
গল্প ও স্ক্রিপ্ট
এই সিনেমার ক্ষেত্রে গল্পের সাবজেক্ট স্ট্রং হলেও তাতে মিশে গেছে ভুল স্ক্রিপটিং। রাধে সিনেমাটি রিলিজ হয়েছে 13 ই মে 2021 ঈদের সময়ে, এর মূল গল্প হল রাতে একজন এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ অফিসার শহরে আসার নতুন ব্র্যান্ড মাফিয়া রানাকে ধাওয়া করবে এবং অবশেষে কিভাবে ব্যাপারটার অবসান ঘটাবে।
আজকের দিনের সিনেমার জন্য এই স্টোরি প্লট বেশ ভালো কিন্তু এটা ওয়ান্টেড 2009 সালের সিনেমার দ্বিতীয় পাঠ যেটা প্রায় 10 বছর পর বাজারে এলো। ওয়ান্টেড খুবই ভালো মুভি ছিল দুটি সিনেমার ডিরেক্টর প্রভুদেবা। ওয়ান্টেড এর গল্প অনুযায়ী যেমন হওয়া উচিত ছিল তেমনই হয়েছিল এবং রেটিং পেয়েছিল 6.6 (IMDb)
কিন্তু রাধে ক্ষেত্রে তা হয়নি সিনেমার গল্পের প্রচুর পরিমাণে ওভারক্লকিং করা হয়েছে এটাই এর মূল কারণ 1.8 (imdb) পাওয়ার জন্য এছাড়া অন্যান্য কারণও আছে |
ওভার অ্যাকটিং ও অযৌক্তি ক্যারেক্টার
অনেক নতুন মুখকে দেখা গেছে এই সিনেমায় মুখ্য চরিত্রে আছে সালমান খান, দিশা পাটানি, রন্দীপ হুদা, জ্যাকি শ্রফ। এছাড়া মেঘলা আকাশ, পারভীন তারদে, অর্জুন কানুঙ্গ, সাঙ্গায় সালত্রিম নতুন মুখের দিক থেকে এবং আরো অনেক আছে এরা যারা নতুন মুখ তারা নিজেদের 100% দিয়ে ভালো কাজ করেছে এবং আরো ভালো কাজের আসা থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে নতুন লোক নেওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে কি? যেমন ধরুন নেপোটিজম কে চাপা দেওয়া।
মূল বক্তব্যে আসা যাক এই সিনেমাকে অর্থাৎ রাধেকে যদি ওয়ান্টেড এর সঙ্গে তুলনা করা হয় তাহলে আমরা খুঁজে পাবো মেন ক্যারেক্টার দিয়ে প্রচন্ড ওভার অ্যাকটিং ওভার এক্সপ্রেস এক্সপ্রেশন ; এছাড়া আমার মনে হয় সালমান খান একাই পুরো সিনেমাটা টানতে বাধ্য দিশা পাটানি এবং জ্যাকি শ্রফের কোন দরকার ছিল না আমার মনে হয় দুটো ক্যারেক্টার ই অযুক্তিকর।
অ্যাকশন
একটা সিন ছাড়া বাকি জায়গাগুলোতে বেশ ভালো অ্যাকশন সিকুয়েন্স দেখানো হয়েছে তবে লজিক্যালি কিছু অ্যাকশন ভিত্তি পায়নি এবং দেখতে গেলে মনে হচ্ছে এখানে অনেকে মাথা গলিয়েছে এবং ড্রামাটিক একশন সিকুয়েন্স ব্যবহার করা হয়েছে ওয়ান্টেড এর মতন একশন না পাওয়াতে খুব জমজমাট হচ্ছে না তাই অ্যাকশন এর ক্ষেত্রে ⅗ এর বেশি দেওয়া যাচ্ছে না।
সঙ্গীত
সমস্ত জনতার ব্যাপারে কিছু বলবো না আমার নিজের বক্তব্য প্রকাশ করছি চারটের মধ্যে দুটো গান ভাল লেগেছে তবে অসাধারণ বলবো না সেই দুটি হল থিম সং রাধে এবং সিটি মার। গানের নির্দেশনার সাজিদ তার পুরোটাই দিয়েছেন।
কম্পারিজন এন্ড মার্কেটিং
সালমান খানের নতুন সিনেমাগুলো কয়েক বছরে অনেক মিক্স রিভিউ পাচ্ছে যেমন ভারত, দাবাং 3, রাধে ইত্যাদি, তবে এর আগে উনি অনেক ভালো এন্টারটেইনিং সিনেমা আমাদের উপহার দিয়েছেন কিন্তু 2021 সালে তা আর হলো না।
এই ছবির মার্কেটিং রাইটস নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মের দিক থেকে zee5 এবং ওভারসিস এ হলে রিলিজ করা হয়েছে এবং ডিটিএইচ অপারেটররাও রাইট কিনেছে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি ভালো রোজগার করতে পারেনি রাধে মাত্র 18. 28 কোটি কামিয়েছে। তাই এই লিংকে নিঃসন্দেহে সালমান খানের ডিজাস্টার অথবা ব্লক হবে বলা যায় আমরা আশা করব সালমান খান এই ভুল শুধরে নিয়ে আমাদের আবার ভালো কিছু উপহার দেবেন।
ধন্যবাদ
Review By
Suneet Adhikary
- রিয়েলিটি শোর সিঙ্গার। Lyricist Goutam Susmit। Bangla Podcast Glass of Gossips
- শক্তি আরাধনা উপলক্ষে মানব সেবা
- বহুরূপী Bangla Film Review by Sujoya Ray
- বিভিন্ন শোতে ডাকা হয় না। Music Director Ashok Bhadra। Khobor Dobor Video
- Easy Steps To Write An Essay
- Bangla Natok Review : বাংলা নাটক “মারীচ সংবাদ” রিভিউ – কলমে সুজয়া