Wednesday, November 29, 2023
Homeবিনোদনফটো গ্যালারীটানা চার দিন বন্দি ভিকি কৌশল

টানা চার দিন বন্দি ভিকি কৌশল

ভিকি কৌশল যে প্রথমেই অভিনয় জগতে নিজের পসরা সাজাতে পেরেছিলেন এমন নয়। শুরুতে এক এর পর এক অডিশন দেয়ার পরও তাকে নির্বাচন করা হয়নি। সেই সময়ে আসতে থাকা বড়ো বড়ো চাকরির অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেতা নিজের যোগ্যতা দিয়ে তিনি প্রমাণ করেছেন তার অভিনয়ের খিদে।

ভিকি কৌশল বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে এখন উল্লেখযোগ্য ও অন্যতম। তার প্রিয় দুই বিষয় হলো খাওয়া ও অভিনয় । খাওয়া দাওয়া অন্যতম পছন্দের বিষয় এই অভিনেতার। ভূত ছবির টিজার যখন প্রকাশে আসে নিজের ব্রেকফাস্ট এর ওপর সেই নাম লিখে শেয়ার করেছেন অভিনেতা ভিকি কৌশল।

vicky kaushal wallpaper

অভিনয়ের প্রতি তার আকৃষ্টতার প্রমাণ রেখেছেন বহুবার। কখনো শুটিং সেটে আবার কখনো নিজের প্রস্তুতি পর্বে। একাধিক বার ভিকি নজির গড়ার কৌশল নিয়েছেন।

প্রথম বড়ো রোলের প্রস্তাব আসে তার কাছে, কিন্তু তাকে নির্বাচন করা হয়নি। পড়ে অডিশন এর জন্য ডাকা হলে টানা চার দিন তিনি নিজেকে ঘরে বন্দি অবস্থায় রেখে ছিলেন।

vicky kaushal audition

ভিকি কৌশল একজন সুযোগ্য ও মেথড অভিনেতা। তার প্রমাণ তিনি নিজেই রেখেছেন। সঞ্জু ছবির একটি দৃশ্যে তিনি মদ্যপান করে এসেছিলেন যাতে সেই চরিত্রটির সাথে প্রপার জাস্টিফাই করতে পারেন অর্থাৎ চরিত্র টি ফুটিয়ে তুলতে পারেন।

উড়ি ছবিটির জন্য দুশো কোটির ক্লাব এ নাম লিখিয়েছেন এই অভিনেতা। তবে বেশ কয়েকবার চোট পান উড়ি র শুটিং চলাকালীন। তবুও নিজেকে থামিয়ে রাখেন নি ভিকি, চালিয়ে গিয়েছেন শুটিং।

uri film vicky kaushal

বেশ স্টাগেল করেই নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন ভিকি নিজেকে। নিজেকে বহু বার ভেঙে গড়েছেন তিনি। কয়েকদিনেই মধ্যেই কমিয়ে ছিলেন আট কেজি ।

ভিকির পর্দায় পদার্পণ মানেই একটা গুরুগম্ভীর ভাব, ভরাট কন্ঠস্বর। কিন্তু এই স্তরে পৌঁছনোর আগে তিনি অনেকবার রিজেকশন এর সন্মুখীন হয়েছিলেন। তাকে ফিরিয়ে ছিলেন একাধিক পরিচালক।

vicky kaushal upcoming movies

মাশান ছবিতে তার চরিত্র টি বাজিমাত করেছিল। অসাধারণ অভিনয় ক্ষমতার মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। ফুটিয়ে তুলে ছিলেন তার চরিত্র টি কে। তবে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে উড়ি ছবি। ছবিটি তে অভিনয় করার জন্য সেনাদের ভীষণ ভাবে পর্যবেক্ষণ করেন ভিকি।

vicky kaushal first movie

বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত ভক্ত মনে জায়গা করে নেওয়া এই অভিনেতা। ছবির শুটিং চলার সময়ে নিজেকে সব কিছুর থেকে সরিয়ে আলাদা করে রাখতে পছন্দ করেন এই অভিনেতা ।

Anol A Modak
Author: Anol A Modak

Film Maker, Writer, Astrologer, Vastu Consultant, Hypnotherapist, Entreprenuer

Most Popular

Recent Comments