খবর দবর:- King Khan of Bollywood পাঠানের ঝড় না থামতেই এবার ‘জওয়ান’। তবে ভক্তদের অপেক্ষাকে আরও একটু বাড়িয়ে দিলেন বাদশাহ। দক্ষিণী তারকা পরিচালক অ্যাটলির সাথে শাহরুখের পরবর্তী প্রজেক্ট ‘জওয়ান’। তবে সিনেমাটি নির্ধানিত সময়ে মুক্তি না পাওয়ায় তৈরি হয়েছে শাহরুখ ভক্তদের জন্য হতাশা। তাই শেষমেষ জানিয়েই দিলেন ‘জওয়ান’-এর মুক্তির দিন। আগামী ৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান।’ সোশ্যাল মিডিয়ায় ছবির মোশন পোস্টার শেয়ার করে কিং খান নিজেই জানিয়ে দিলেন মুক্তির দিন।
জানা গিয়েছে এটিই তাঁর প্রথম প্যান ইন্ডিয়া ছবি। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় দর্শকের সামনে আসছে ‘জওয়ান।’ চলতি বছরে ফ্যানদের একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন বাদশাহ। ‘পাঠান’-এর পর ফের দর্শক মনে উন্মাদনা তোলার অপেক্ষায় ‘জওয়ান।’ স্থির হয়েছিল, চলতি বছর ২ জুন ছবি মুক্তি পাবে। তাই ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুটিংয়ে ফিরেছিলেন ‘বাদশাহ’ নিজে।
কিন্তু বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, এখনও শুটিং বাকি রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্যের। বাকি রয়েছে ভিএফএক্সের কাজও। আসলে দর্শকের জন্য একটি নিখুঁত চলচ্চিত্র পরিবেশন করতে চান দক্ষিণী পরিচালক অ্যাটলি ও শাহরুখ। ছবির মানের কথা মাথায় রেখেই কোনওরকম তাড়াহুড়ো চাইছেন না তারা। তাই আরও ৩ মাস পিছিয়ে গেল ছবির মুক্তির তারিখ। তবে দিন কয়েক আগে এ-ও শোনা গিয়েছিল, ছবির কিছু কাজ এখনও শেষ হয়নি। শেষমেষ গুঞ্জনই সত্যি হল। শনিবার, ৬ মে বিকেলে নিজের ইনস্টাগ্রামে ছবির প্রথম মোশন পোস্টার শেয়ার করে এসআরকে লেখেন, ৭ সেপ্টেম্বর আসছে ‘জওয়ান।’ জানা গিয়েছে, ছবিতে ডবল রোলে দেখা যাবে শাহরুখ। একই সঙ্গে বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ব্যান্ডেজ জড়ানো শাহরুখের ফার্স্ট লুক ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে।
King Khan of Bollywood ফের তিন মাস পিছিয়ে গেল ‘জওয়ান’-এর মুক্তি, প্রকাশ্যে ছবির প্রথম মোশন পোস্টার।
Khenna bari অনেকটাই পিছিয়ে গেল ‘খেলনাবাড়ি’, টিআরপির তালিকা শীর্ষে কে ?
ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শাহরুখ-পত্নী গৌরী খান। ‘পাঠান’ বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা হাঁকিয়েছে। ‘পাঠান’কেও ছাপিয়ে যাবে ‘জওয়ান’, । ইতিমধ্যেই বলিউডের অন্দরে শুরু হয়েছে এই চর্চা। ‘পাঠান’-এর সূত্রে দীর্ঘ চার বছর পর রুপোলি পর্দায় ফিরে দেশকে বলিউডের সফলতম ছবি উপহার দিয়েছেন এসআরকে। ৬০ ছুঁইছুঁই বয়সেও ভক্তমনে সেই ছাপ ফেলার আরও একবার পরিকল্পনা করেছেন বাদশাহ।