Monday, May 29, 2023
HomeবিনোদনModelling Sara Sengupta আন্তর্জাতিক স্তরে একমাত্র বাঙালি মডেল হয়ে র‍্যাম্পে যীশু কন্যা,...

Modelling Sara Sengupta আন্তর্জাতিক স্তরে একমাত্র বাঙালি মডেল হয়ে র‍্যাম্পে যীশু কন্যা, মুগ্ধ পরিচালক সৃজিত।

খবর দবর:- Modelling Sara Sengupta “বিশ্বের শত শত মডেল যার জন্য অপেক্ষায় থাকে, সেখানে আমাদের উমা। আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটল র‍্যাম্পে। আমি গর্বিত!” ইউরোপের এক ফ্যাশন সংস্থার হয়ে ব়্যাম্প কাঁপালেন অভিনেতা যিশু সেনগুপ্তের কন্যা সারা। আর সেই ছবি সকলের সঙ্গে ভাগ করে নিতে এভাবেই প্রশংসায় পঞ্চমুখ হলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত সারা সেনগুপ্ত। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি উমা-তে নজর কেড়েছিলেন সারা। বাবার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে তাক লাগিয়েছিলেন তিনি। উঠে এসেছিলেন খবরের শিরোনামে। তবে এবার আর ঘরের মাঠে নয়, বরং আন্তর্জাতিক স্তরে নজর কাড়লেন সারা। ক্রিশ্চিয়ান ডিওর’নামক বিলাসবহুল আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা মুম্বাইয়ের তাজ হোটেলের সামনে এক বিলাস বহুল রাম্প শোয়ের আয়োজন করেছিল। সেই শো’তেই এবার রাম্পে হাঁটলেন যিশু কন্যা।

ice_screenshot_20230401-185143

বলাবাহুল্য বিশ্বের তাবর তাবর মডেল রা যেখানে সুযোগ পায়না সেখানে এই ছোট্ট উমা নিজের যোগ্যতায় সেখানে সুযোগ পেয়েছেন। শুধু তাই নয়, রাম্পে একমাত্র বাঙালি হিসেবে সারা তাক লাগিয়েছেন গোটা বিশ্বে। সেই ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। দেখে চেনাই যাচ্ছে না সারাকে। বড় হয়ে গিয়েছে সৃজিতের ছোট্ট উমা। সারাকে দেখে গর্বিত সৃজিত ক্যাপশনে লিখেছেন, “আমার ছোট্ট উমা। ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে মনোনীত হয়েছে সে। বিশ্বের শত শত মডেল যার জন্য অপেক্ষায় থাকেন, সেখানে আমাদের উমা। আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটল র‍্যাম্পে। আমি গর্বিত, গর্বিত গর্বিত!” পোস্টের নিছে কমেন্ট করেছেন টলিউদের অনেক বড় বড় অভিনেতাও , গর্বিত গোটা টলিউড। সারাকে প্রশংসায় ভরিয়ে দিলেন নেটিজেনরাও। সারার চোখে মুখে ফুটে ওঠা আত্মবিশ্বাস তাক লাগাল সবাইকে।

Modelling Sara Sengupta আন্তর্জাতিক স্তরে একমাত্র বাঙালি মডেল হয়ে র‍্যাম্পে যীশু কন্যা, মুগ্ধ পরিচালক সৃজিত।

Tollywood অঙ্কুশের হলটা কী! তাঁর ভাত কাপড়ের দায়িত্ব নেবেন ঐন্দ্রিলা?

মডেলিং-এ বেশ হাত পাকিয়েছেন সারা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রীতিমত প্রশিক্ষণও নিয়েছে সে। এদিন বহু সেলেব কন্যাই এই মঞ্চে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সেলেবদের উপচে পড়া ভিড়ের মাঝে সকলকে তাক লাগিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিলেন সারা। তাঁকে দেখে চেনা ভার। সারার উমার সেই লুক আর এই বোল্ড লুকের ফারাক বিস্তর।এখন যীশু কন্যার বয়স হয়েছে ১৮। বয়স বাড়ার সঙ্গে মঙ্গে পাল্টে গিয়েছে মুখের আদল। নিজেকে এখন আরও বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করছেন সারা। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। তবে মাঝে মধ্যে নানা ছবি পোস্ট করেন ভক্তদের জন্য। কখনও একাকী সেলফি, কখনও আবার পরিবারের সকলের সঙ্গে। ভক্তরা সারার এই সাফল্যে বেজায় খুশি। এখন সকলেই অপেক্ষায়, কবে বড়পর্দায় ফের দেখা যাবে তাঁকে।

Sabyasachi Rana
Author: Sabyasachi Rana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments