খবর দবর:- Singer Nobel কোনও না কোনও কারণে তাঁকে হামেশাই খবরের শিরোনামে উঠে আসছেন বাংলাদেশি গায়ক নোবেল। ফের বিতর্কের কেন্দ্রে তিনি। ২৭ এপ্রিল বাংলাদেশের একটি কলেজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেল। কুড়ি গ্রাম ফুলবাড়ি কলেজের সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। অনুষ্ঠানে গান গাইবেন এটাই স্বাভাবিক ছিল। গাইতেও ওঠেন। তারপরই বাঁধে গোল। মঞ্চে উঠে গান গাওয়ার সময় তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। ফলে অসংলগ্ন আচরণ করতে থাকেন বলেই দর্শকরা অভিযোগ করেন। তেমনটাই ওপার বাংলার সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
অবশ্য এর আগেও গায়ক নিজেই জানিয়েছেন এই নেশার কারণেই তাঁর কেরিয়ার প্রায় ধ্বংস হতে বসেছে। এবারও সেই গুনই ধরা পড়ল। যা ফের বিতর্ক উসকে দিল। সেই অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা জানিয়েছেন যে, রাত ৯টায় মঞ্চে ওঠার কথা থাকলেও তিনি ওঠেন প্রায় সাড়ে ১১টা নাগাদ। ততক্ষণে দর্শকদের মধ্যেও বিরক্তি বাসা বেঁধেছে। গান গাইতে গাইতে এক সময় কথা জড়িয়ে যেতে থাকে তাঁর।
শেষে বসেও পড়েন। কিন্তু চুপ করে বসে রইলেন না দর্শক। মঞ্চেই তাঁর দিকে উড়ে আসতে লাগল চটি, জলের বোতল– এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। পরে তাঁকে কলেজ কর্তৃপক্ষ সরিয়ে নেন। তাঁর জীবন জুড়ে শুধুই সমালোচনা। কিছু দিন আগে তাঁর এক পোস্ট নিয়ে শুরু হয়েছিল হইচই। ফেসবুক পোস্টে নোবেল লিখেছিলেন, “সব অঘটন আমার সঙ্গেই ঘটছে। হৃদয় ভেঙে গিয়েছে, মাদক আর মদ। মাথায় ৭০টা সেলাই পড়েছে। আমার প্রাক্তন স্ত্রী তাই খুশি হয়েছে।” আরও লেখেন, “কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে আমার। এখন শুধু মৃত্যুই বাকি আছে। তোমাকেও স্বাগত প্রিয়। তোমাকেও গ্রহণ করে নেব।”
Singer Nobel গাইতে গিয়ে মঞ্চে মাতলামি! গায়ক নোবেলকে জুতো ছুড়ে মারল দর্শক।
IPL 2023 Purple Cup রশিদ না বরুণ, আজ পার্পল ক্যাপ কার দখলে ?
সম্প্রতি তিনি তাঁর স্ত্রীর প্রসঙ্গে জানিয়েছিলেন যে তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। যদিও তাঁর স্ত্রী দাবি করেন আদৌ তাঁদের বিচ্ছেদ হয়নি। নোবেলের নেশার জন্য আলাদা থাকছেন। তবে এভাবে চললে শীঘ্রই সেটা হয়ে যাবে। প্রসঙ্গত, নোবেল এপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার মাধ্যমে প্রচারের আলোয় আসেন। কিন্তু শো শেষ হওয়ার পর থেকেই তিনি ক্রমশ বিতর্কের জালে জড়াতে শুরু করেন।