Monday, May 29, 2023
HomeবিনোদনTolly News মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে স্বস্ত্রীক টলি অভিনেতা সপ্তর্ষি, অল্পের জন্য...

Tolly News মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে স্বস্ত্রীক টলি অভিনেতা সপ্তর্ষি, অল্পের জন্য রক্ষা পেলেন।

খবর দবর:- Tolly News কলকাতার মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে টলি অভিনেতা সপ্তর্ষি মৌলিক ও তাঁর স্ত্রী সোহিনী সেনগুপ্ত। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। তবে অল্পের জন্য রক্ষা পান দম্পতি। সমাজমাধ্যমে নিজেদের দুর্ঘটনার কথা জানান সপ্তর্ষি। তবে পাশাপাশি তিনি জানান, গাড়িচালকের সৌজন্য তাঁরা একদম ঠিক আছেন। সোশ্যাল মিডিয়ায় সপ্তর্ষি জানান, অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছে তাঁদের। অন্য একটি গাড়ির চালক ভুল দিক থেকে ওভারটেক করে তাদের গাড়িতে সজরে ধাক্কা মেরে চলে যায়। সেতু থেকে পড়ে যেতেও পারতেন বলে দাবি অভিনেতার। গাড়ির চালকের তৎপরতায় তারা প্রাণে বেঁচেছেন বলে দাবি।

সপ্তর্ষি আরও বলেন, ‘‘সামনে কিছুটা এগিয়ে যখন গাড়িটা দাঁড় করাই, ওই গাড়িচালকের মনে কোনও আক্ষেপ তো নেইই, বরং তাঁর কোনও দোষই নেই বলে দাবি করছিলেন। অভিনেতার অনুমান, ঘাতক ওই গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। তাঁর মুখ থেকে গন্ধ বেরোচ্ছিল। একেবারেই সংলগ্ন কথাবার্তা বলছিলেন না। আর এতটাই ঔদ্ধত্য যে, সামান্য ক্ষমা চাওয়ার মানসিকতা নেই। অভিনেতার এই পোস্টে খুব স্বাভাবিকভাবেই ঘাবড়ে যায় তাঁদের ভক্তরা। জানতে চান এই মুহূর্তে কেমন আছেন তাঁরা? যদিও অভিনেতা ভক্তদের আশ্বস্ত করে জানান, এই মুহূর্তে তাঁরা একদম ঠিক আছেন। এদিকে কলকাতা পুলিশকেও এই ঘটনার ব্যবস্থা নেওয়ার আবেদন করেন সপ্তর্ষি। তিনি লেখেন, “অনুগ্রহ করে ব্যবস্থা নিন।

আমাদের সুরক্ষা নির্ভর করে কলকাতা পুলিশের উপর।”   জানা গিয়েছে, সপ্তর্ষি, সোহিনী ছাড়াও গাড়িতে ছিলেন তাঁদের আরও ২ বন্ধু।  তবে দুর্ঘটনায় কারোই আঘাত লাগেনি। অভিযুক্ত চালকের গাড়ির নম্বর প্লেটের ছবি পোস্ট করে দর্শকদেরও সতর্ক করেছেন তিনি। উল্লেখ্য, শহরের বুকে বেপরোয়া গাড়ি চালানো বা তার ফলে ঘটা দুর্ঘটনা হামেশাই ঘটছে। এমন ঘটনায় বহু মানুষের জীবনহানিও হয়েছে।

Tolly News মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে স্বস্ত্রীক টলি অভিনেতা সপ্তর্ষি, অল্পের জন্য রক্ষা পেলেন।

MORE NEWS – বিরাটের আরসিবিকে হারিয়ে পয়েন্ট টেবলে তাক লাগানো উন্নতি নাইটদের।

একেবারে জমজমাটি আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখেন পয়েন্ট টেবলের দিকে। আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ৩৬টি ম্যাচের পর পয়েন্ট টেবলে ওঠানামা লেগে রয়েছে। বুধবার ছিল ঘরের মাঠে আরসিবির ম্যাচ। প্রতিপক্ষ কেকেআর। চিন্নাস্বামীতে আরসিবিকে হারিয়ে লিগ টেবলে নজরকাড়া উন্নতি নাইটদের। CONTINUE READING

Sabyasachi Rana
Author: Sabyasachi Rana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments