Monday, May 29, 2023
Homeবিনোদনওয়েব সিরিজTolly Serial বরের সঙ্গে বনিবনা হচ্ছে না? অবশেষে সামনে এল রুশার দাম্পত্য...

Tolly Serial বরের সঙ্গে বনিবনা হচ্ছে না? অবশেষে সামনে এল রুশার দাম্পত্য জীবনের সত্যি।

খবর দবর:- Tolly Serial  পরিবারের পছন্দতেই ভালোলাগা। ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় সেই ভালোলাগা। সাত পাকে বাঁধাও পড়েছেন টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। বিয়ে করেছেন গত জানুয়ারি। কিন্তু এরইমধ্যে অভিনেত্রীর নামে রটছে একের পর এক রটনা। রটেছে বিদেশে বরের সঙ্গে নাকি একেবারে বনিবনা হচ্ছে না তাঁর। সত্যিই কি অভিনেত্রীর বৈবাহিক জীবন সুখের নয়? যাবতীয় রটনাকে মিথ্যে প্রমাণ করে উত্তর দিলেন অভিনেত্রী। বিয়ের পর এই প্রথম বরের সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন রুশা। বেশ কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “এই হাসিটাই ভালবাসার। তোমায় ভালবাসি, বর।” এর আগেও স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। তবে সেখানে ভালোবাসার কথা ফলাও করে লেখেননি।

রুশার স্বামী তাঁর থেকে উচ্চতায় কম থাকায় এবারও ছবি শেয়ার করতেই কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু নিখাদ ভালোবাসার কাছে কোনও কিছুই ধাপে টেকে না। তাই নেটিজেনদের একটা বড় অংশ তাদের শুভেচ্ছা জানিয়েছে। রুশার স্বামীর নাম অনুরণ রায়চৌধুরী। কর্মসূত্রে ওয়াশিংটনের সিয়াটেলেই থাকেন। বিয়ের পর স্বামীর সঙ্গে সেখানেই আছেন রুশা। তবে সেখানে যে তারা প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছেন তা ছবিতেই স্পষ্ট।

Tolly Serial বরের সঙ্গে বনিবনা হচ্ছে না? অবশেষে সামনে এল রুশার দাম্পত্য জীবনের সত্যি।

Rasi Chakra গজলক্ষ্মী যোগে ভাগ্য চমকাবে ৩ রাশির! কাদের মিলবে শনির কোপ থেকে মুক্তি?

রুশা জানান, বাবা-মায়ের পছন্দ করা পাত্রকেই বিয়ে করেছেন তিনি। তাঁরই সঙ্গে প্রেম হয়। আর তাদের প্রেমের পরিণতি বিয়ে। স্বামীর সঙ্গে বিদেশে গিয়ে সংসারী হয়ে ধারাবাহিককে বিদায় জানিয়েছেন তিনি। এত ভাল কেরিয়ার ছেড়ে যাওয়া প্রসঙ্গে বিয়ের আগে রুশা বলেছিলেন, “এই ইন্ডাস্ট্রিতে ১৩ বছর কাটিয়ে দিয়েছি। অনেক কিছু দিয়েছে আমাকে এই ইন্ডাস্ট্রি। খুব আনন্দ করে কাজ করেছি সকলের সঙ্গে। এখন মন হল আমার সেটেল করা দরকার। তাই বিয়েটা সেরে ফেলছি। সব চরিত্রদের চিরবিদায় জানাতে হচ্ছে। এ দেশ ছাড়তে হবে।”

উল্লেখ্য, কিছুদিন আগেই ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে অতিথি শিল্পী হয়ে এসেছিলেন রুশা। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে কেরিয়ারে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছিল প্রায় প্রতিটি দর্শকের। ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, পরবর্তীকালে হিন্দিতেও রিমেক হয়েছে সিরিয়ালটি। এক মেধাবী গৃহবধূর আইপিএস অফিসার হয়ে ওঠার লড়াকু কাহিনি বলেছিল সেটি।

Sabyasachi Rana
Author: Sabyasachi Rana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments