Tuesday, December 12, 2023
HomeবিনোদনTolly Serial Mithai ভক্তদের একি খবর দিলেন উচ্ছেবাবু, শেষের পথে ‘মিঠাই’?

Tolly Serial Mithai ভক্তদের একি খবর দিলেন উচ্ছেবাবু, শেষের পথে ‘মিঠাই’?

খবর দবর:- Tolly Serial Mithai সারাদিন কাজকর্ম শেষে সন্ধ্যায় টিভির পর্দায় চোখ রাখেন গৃহিনীরা। বিভিন্ন ধারাবাহিক দেখাতেই তাদের রিল্যাক্স। আর ধারাবাহিকগুলির মধ্যে দর্শক মনে মিঠাই বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। তাই তো ভালোবাসা চরিত্রগুলিকে আরও কিছুদিন পর্দায় দেখতে চান বলে জানিয়েছেন তাঁরা। প্রায় দু’বছর ধরে টেলিভিশনের পর্দায় দাপিয়ে বেরিয়েছে মিঠাই। একের পর এক মোড় ঘুরে গল্প এখন যে পর্যায়ে এসেছে তাতে প্রাথমিকভাবে অনেকেই মুখ ফিরিয়েছিল এই ধারাবাহিক থেকে। তাই বলে সত্যিই শেষ হয়ে যাবে অনেকেই হয়তো অনুমান করতে পারেননি কেউই। কয়েক সপ্তাহ আগে হঠাৎ করেই চ্যানেলে তরফ থেকে একটি প্রোমো সামনে আনা হয়েছিল।

জানা গিয়েছে, চলতি মাসের ২৩ তারিখ শেষ হচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিক। কিন্তু ভক্তদের আবেদন রাখতে ধারাবাহিকের কাজ চালিয়ে গিয়েছে চ্যালেন। কিন্তু রবিবার অভিনেতা আদৃত রায়ের মুখ থেকে যে কথা শোনা গেল, তাতে রীতিমত হতবাক ভক্তরা! শেষের পথে মিঠাই? ২০ ডিসেম্বর ২০২০, প্রথম দিন শুট করেছিলেন আদৃত। আর চলতি বছর ৬ মে দিলেন শেষ শুট। ধারাবাহিকে সকলের প্রিয় উচ্ছেবাবু মিঠাইয়ের সেট ছাড়ছেন। সেইসঙ্গে পোস্টে তিনি লিখেছেন, এই সেটে তাঁদের শেষ শুট। তার মানে এটা নয়, যে মিঠাই ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে। তবে কি উচ্ছেবাবুর জায়গায় অন্য কাউকে দেখা যাবে ? ভক্তদের মনে তৈরি হয়েছে এই ধরনের হাজারো প্রশ্ন। অর্থাৎ অনেকের কাছেই বিষয়টা স্পষ্ট নয়। তবে কী হয় তা, সময়েই দেখা যাবে।

Tolly Serial Mithai ভক্তদের একি খবর দিলেন উচ্ছেবাবু, শেষের পথে ‘মিঠাই’?

Vastu Shastra Knowledge ফ্ল্যাটের দরজা রঙ করুন বাস্তুমতে! প্রবেশদ্বার কেমন হলে ভালো, জেনে নিন।

ভক্তদের একটাই আবেদন, মিঠাই যেন শেষ করে দেওয়া না হয়। এই ধারাবাহিক এখনই বন্ধ হোক তা চান না ভক্তরা। এই মর্মেই বারে বারে কমেন্ট বক্সে অনুরোধ করে চলেছেন ভক্তরা। যদিও মিঠাই এপ্রিল মাসেই শেষ হচ্ছে এই সিদ্ধান্ত ফাইনাল ছিল। কিন্তু শেষমেষ ভক্তদেরই জয় হয়। ভক্তদের অনুরোধেই সিদ্ধান্ত বদল করেছিল চ্যালেন। সামনে এসেছিল নতুন প্রোমো। শেষ হচ্ছে না দর্শকদের প্রিয় এই ধারাবাহিক। ফের জল্পনা তুঙ্গে ওঠে উচ্চেবাবুর পোস্ট ঘিরে। শীঘ্রই মিঠাই ধারাবাহিক এবার সম্ভাব্য স্থানান্তরিত হচ্ছে নতুন সেটে।

Sabyasachi Rana
Author: Sabyasachi Rana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments