খবর দবর:- Tollywood টলিউডের দুষ্টু মিষ্টি জুটি অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেন। তাঁদের খুনসুটির নানা মজার ভিডিয়ো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন নেটিজেনরা৷ শুক্রবার অর্থাৎ ৩১ মার্চ ছিল ঐন্দ্রিলার জন্মদিন। ভালোবাসার মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার কাছে একটি আর্জি রাখে অঙ্কুশ। ঐন্দ্রিলা যেন তাঁর ভাত কাপড়ের দায়িত্ব নেন। হঠাৎ কি হল অঙ্কুশ হাজরার? প্রেমিকার কাছে এমন অদ্ভুত আর্জি কারণটা কী?
জানা গিয়েছে, তাঁদের আসন্ন ছবি ‘লভ ম্যারেজ’এর একটি গানের সঙ্গে মিষ্টি প্রেমের ভিডিয়ো পোস্ট করেছেন অঙ্কুশতাতে লিখেছেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। এইভাবেই যত্ন করে আগলে রাখবো তোমাকে। খুব ভালো থেকো আর হ্যাঁ আমার হয়ে থেকো। অনেক অনেক সফলতা পাও যাতে আমি আমার ভাত কাপড়ের দায়িত্ব তোমাকে দিতে পারি।’
পাল্টা উত্তরও দিয়েছেন ঐন্দ্রিলা। জানিয়েছেন, সব দায়িত্ব শুধু তাঁরই। প্রিয় বন্ধু বিক্রম চট্টোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন ঐন্দ্রিলাকে। নিজেদের পুরোনো একটি ছবি শেয়ার করে লিখেছেন, “১৩ বছরের পুরোনো ছবি। বিনোদন জগতে আমার প্রথম বন্ধু ও প্রথম সহকর্মী। শুভ জন্মদিন ঐন্দ্রিলা। “সম্পর্কে প্রায় এক যুগ পার হয়েছে ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরার। এই দীর্ঘ সম্পর্কে চড়াই উতরাই এসেছে অনেকবারই। বলা যায়, তাঁদের প্রেম জীবনের সবটাই যে খুব মধুর, এমনটা কিন্তু নয়। কিন্তু সম্পর্কের ভাঙ্গন তো দূরের কথা এতোটুকু চিড় ধরতে দেননি এই জুটি। অঙ্কুশ মজার মানুষ হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত হলেও তাঁর আরও এক পরিচিতি রয়েছে।
Tollywood অঙ্কুশের হলটা কী! তাঁর ভাত কাপড়ের দায়িত্ব নেবেন ঐন্দ্রিলা?
Tolly News মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে স্বস্ত্রীক টলি অভিনেতা সপ্তর্ষি, অল্পের জন্য রক্ষা পেলেন।
তিনি নাকি বড় প্রেমিক। ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে থাকাকালীনও নাকি জড়িয়ে পড়েছিলেন অন্য সম্পর্কে। এ কথা সম্প্রতি নিজেই জানিয়েছেন অঙ্কুশ। ঐন্দ্রিলার সঙ্গে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে ঐন্দ্রিলাকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, “যাই করি জীবনে তুমি ছিলে আছে থাকবে, মাঝেমধ্যে পা হড়কে যায়। সরল তো আমি, তাই আমি এসে ঠিক ক্ষমা চেয়ে নেব। তুমি ক্ষমা করে দিও। অবশ্য দু-একবার ধরাও পড়েছি।”
প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের ছবি ‘লাভ ম্যারেজ’। ছবিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও দেখা যাবে রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্যকে। এই মুহূর্তে ওই ছবির প্রচার নিয়ে ব্যস্ত দুই তারকাই। এবছ অবশ্য আরো বাড়তি ব্যস্ততা রয়েছে তাঁদের। কারণ এই বছরই বিয়ে করবেন তাঁরা। কিছুদিন আগেই এ কথা জানিয়েছেন অঙ্কুশ। চলতি বছরেই আইনি বিয়ের পরিকল্পনা রয়েছে দুজনেরই। যদিও সামাজিক বিয়ে আগামী বছর। এমনটাই জানিয়েছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ।