Monday, December 11, 2023
Homeঅ্যামাজনে চলছে স্মার্ট ফোন আপগ্রেট ডে'স সেল

অ্যামাজনে চলছে স্মার্ট ফোন আপগ্রেট ডে’স সেল

Amazon Smartphone Sale : স্মার্টফোন উপভোক্তাদের জন্য বিশেষ সেল নিয়ে হাজির হল অ্যামাজন। সংসার তবে জানানো হয়েছে, অ্যামাজন স্মার্টফোন আপগ্রেড ডেজ় সেলে ব্যাপক ছাড় রয়েছে একাধিক ব্র্যান্ডের স্মার্টফোনে। ফলে ৯০০০ টাকারও কম খরচ করে এখনই পকেটে রাখতে পারবেন একটি নতুন স্মার্টফোন। এই তালিকায় রয়েছে আইকিউওও, রিয়েলমি, টেকনো, ওপো ভিভো। কোন কোন স্মার্টফোন মডেলের সঙ্গে কত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তা বিশদে জেনে নিন।

১) আইকিউওও:
আইকিউওও ৯ প্রো ৫জি ফোনে ৬,০০০ টাকা ছাড় মিলছে। এই হ্যান্ডসেট কিনতে আপনার খরচ হবে ৫৪,৯৯০ টাকা। এক্সচেঞ্জ অফারে পেয়ে যাবেন আরও ৪,০০০ টাকা ছাড়। অন্য দিকে আবার আইকিউওও ৯ এসই ফোন পেয়ে যাবেন ২৭,৯৯০ টাকায়। এই মডেলটির সঙ্গে থাকছে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে ৩,০০০ টাকা ছাড়। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফারে মিলবে আরও ৩,০০০ টাকা ছাড়। আইকিউওও জে়ড৬-এর জন্য খরচ হবে মাত্র ১৩,৯৯৯ টাকা।

২) রিয়েলমি:
অ্যামাজনে এই সংস্থার বেশ কিছু গেমিং-ফোকাসড ফোন বিক্রি করা হয়। অ্যামাজন স্মার্টফোন আপগ্রেড ডে’জ় সেলে রিয়েলমি নার্জ়ো ৫০ এবং রিয়েলমি নার্জ়ো ৫০এ এই ফোন দুটি পেয়ে যাবেন ব্যাপক সস্তায়। দাম যথাক্রমে ১১,৭৪৯ টাকা ও ১০,৩৪৯ টাকা। এই দুই ফোনের সঙ্গেই থাকছে ১,২৫০ টাকা রিবেট। গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। রিয়েলমি নার্জ়ো ৫০এ টাইম ফোনে একটি ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দাওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৩) টেকনো স্পার্ক ৮সি:
টেকনো স্পার্ক ৮সি স্মার্টফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডট নচ ডিসপ্লে। ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি সেন্সর ১৩ মেগা পিক্সেলের এআই ক্যামেরা। এছাড়া সেলফি তোলা ও ভিডিও চ্যাটিংয়ের জন্য ফোনের সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এর দাম ৮৭৯৯। ২২০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। Amazon Smartphone Sale

৪) ওপো এ ৩১:
ওপো এ ৩১ ফোনে গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি ৬.৫ ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফ্রি রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি তোলা ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটি ফিচার হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ৪২৩০ এমএইচ পাওয়ারের ব্যাটারি যুক্ত। দাম ১১৯৯০ টাকা। ডিসকাউন্ট মিলবে ৪০০০ টাকা।

৫) ভিভো ওয়াই ১৫ সি:
ভিভো ওয়াই ১৫ সি ফোনের সামনে রয়েছে একটি ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে প্যানেল। ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই ১৫ সি ফোনের পিছনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিং এর জন্য ডিভাইসে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ১০৪৯০ টাকা দামের এই ফোনে ডিসকাউন্ট মিলবে ৪০০০ টাকা।

diginext
Author: diginext

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments