Monday, May 29, 2023
HomeJioCinema-র ধামাকা উপহার, এবার দর্শকদের জন্য আসছে Warner Bros, HBO-র সব কনটেন্ট।

JioCinema-র ধামাকা উপহার, এবার দর্শকদের জন্য আসছে Warner Bros, HBO-র সব কনটেন্ট।

খবর দবর:- আর দিন কয়েকের অপেক্ষা মাত্র। এরপর IPL শেষ হলেই দর্শকদের জন্য ধামাকা উপহার নিয়ে হাজির হতে চলেছে JioCinema। দেশে Reliance-এর ব্রডকাস্ট ভেঞ্চার Viacom 18 চুক্তিবদ্ধ হল Warner Bros. Discovery Inc-র সঙ্গে। দেশবাসীর কথা ভেবে হলিউড কনটেন্ট দেখাতেই এই চুক্তিটি স্বাক্ষর করেছে মুম্বইয়ের সংস্থাটি। এর জন্য খরচ হবে খুব সামান্যই। ৩১ মার্চ Disney+ Hotstar থেকে বিভিন্ন কনটেন্ট তুলে নেওয়ার পর সেগুলি JioCinema-তে দেখানোর পরিকল্পনা করা হয়।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই চুক্তির ফলে রিলায়েন্সের JioCinema অ্যাপে এখন থেকে HBO কনটেন্ট দেখতে পাবেন দর্শকরা। একটি বিশ্বস্ত সূত্র মারফত জানা যায়, দুই সংস্থার এই পার্টনারশিপ এক্সক্লুসিভ হতে চলেছে এবং ওয়ার্নারের বেশিরভাগ মারকিউ কনটেন্টই আপনি জিওসিনেমা প্ল্যাটফর্মে দেখতে পাবেন। স্পষ্টভাবে বললে, Warner Bros তাদের জনপ্রিয় টাইটেলগুলি JioCinema ছাড়া অন্য প্ল্যাটফর্মে দেখাতে পারবে না। একটি বিবৃতিতে দুই সংস্থার তরফ থেকে বলা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্রে HBO Original, Max Original এবং Warner Bros-এর টেলিভিশন সিরিজগুলি প্রিমিয়ারের দিন থেকেই ভারতেও JioCinema-য় সিরিজগুলি দেখতে পাবেন দর্শকরা।”

ভারত, সাউথইস্ট এশিয়া এবং কোরিয়ায় Warner Bros-এর প্রেসিডেন্ট ক্লেমেন্ট স্কুইবিগ জানিয়েছেন, চুক্তিটি দক্ষিণ এশিয়ার মার্কেটের জন্য তাদের অঙ্গীকারের অংশ ছিল। আঞ্চলিক ব্যবসার স্কেলকে আরও বাড়ানোর চেষ্টায় রয়েছেন তারা।
উল্লেখ্য, JioCinema গত এক মাসে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL-এর সরাসরি সম্প্রচার করে। সূত্রের খবর, IPL শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই JioCinema তার গ্রাহকদের জন্য কিছু সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে হাজির হতে পারে।

JioCinema-র ধামাকা উপহার, এবার দর্শকদের জন্য আসছে Warner Bros, HBO-র সব কনটেন্ট।

MORE NEWS – অতিরিক্ত ভিটামিন সি গ্রহণ করছেন? জেনে নিন ক্ষতিকর দিক।

রোগ প্রতিরোধের বিষয়টি সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে গেলো বছর। করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় আমাদের স্বাস্থ্যের উপর গুরুত্ব নিতে বাধ্য করা হয়েছে। ভ্যাকসিন বাজারে চলে আসলেও সবার হাতে পৌঁছাতে আরো অনেক বেশি সময় লাগবে। আমরা সবাই জানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন কি ধরণের ভূমিকা পালন করে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি আমরা ভিটামিন সি এর সাপ্লিমেন্ট খাচ্ছি। তবে আমরা যখন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার পাশপাশি ভিটামন সি সাপ্লিমেন্ট খাচ্ছি তখন তৈরি হবে আরো অনেক সমস্যা। CONTINUE READING

Sabyasachi Rana
Author: Sabyasachi Rana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments