২৪ জুন ৩৬ তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন লিওনেল মেসি।
প্রিয় তারকার অজানা বিষয় নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়৷
মেসির ফ্যানেদের মধ্যে অনেকেরই অজানা মেসির ডাক নাম।
মেসির নানা ধরনের ডাক নাম শোনা যায়। অনেকেই মেসিকে লিও বলে ডেকে থাকেন। কেউ আবার এলএমটেন।
তবে মেসির আরও ডাক নাম রয়েছে। মেসির আরও একটি ডাক নাম হল 'The Flea' ।
মেসির ক্ষীপ্রতা এবং গতির জন্যই মাছির সঙ্গে তাঁর তুলনা টানা হয়। তাই মেসিকে এই নামে ডাকা হয়৷
বার্সার অ্যাকাডেমিতে ছোটবেলা থেকেই মেসিকে 'The Flea' বলে ডাকা হত। স্প্যানিশে যাকে বলে 'La Pulga'l
এছাড়াও লিওনেল মেসির আর্জেন্টিনা দলের সতীর্থরা তাঁকে 'বামন' বলেও ডেকে থাকেন। যা জানিয়েছিলেন রোমেরো।
এর বাইরেও Atomic Flea, La Pulga Atomica, Messidona ইত্যাদি নামে ডাকা হয়৷
এছাড়া সম্প্রতি মেসিকে G.O.A.T বলা হয়। গ্রেটেস্ট অফ অল টাইম