খাবার জন্য ঝকঝকে বাসন কার না পছন্দ? আর কাচের ৰাসন হলে তো কথাই নেই।

কিন্তু বাসন পরিষ্কার করতে পড়তে হয় নানা সমস্যা। পাশাপাশি বাসন মাজাও খুব কষ্টকর। সহজে কীভাবে কাচের বাসন পরিষ্কার করা যাবে জেনে নিন৷

বাসন বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি তার মধ্যে গৃহস্থালিতে বিশেষ অনুষ্ঠানে বা বাড়িতে অতিথি এলে বেশি ব্যবহৃত হয় কাচের বাসন।

কী ভাবে পরিস্কার ও চকচকে থাকবে কাচের বাসন তার জন্য রইল কিছু টিপস

কাচের পাত্রে দাগ পরিষ্কার করা দুঃসাধ্য হয়ে পরে অনেক সময়৷

খুব শক্তি দিয়ে স্ক্রাব করলে আঁচড় পড়ে যেতে পারে, এমন কি ভেঙেও যেতে পারে।

এই সমস্যার সমাধান তা হলে কী হতে পারে?

খুব সহজেই লেবুর খোসার সাহায্যে পরিষ্কার হতে পারে কাঁচের বাসন।

গৃহস্থালিতে সরবত থেকে শুরু করে খাবারে টক স্বাদ আনতে লেবুতো সকলেই অল্প বিস্তর ব্যবহার করে। কিন্তু সেটি ব্যবহারের পর অধিকাংশ ক্ষেত্রেই আমরা লেবুর খোলা ফেলে দি৷

একটি লেবুর খোসা নিয়ে কাচের পাত্রের উপরিভাগে ভাল করে ঘষে নিন।

এটি ১৫ মিনিটের জন্য রেখে দিন, তারপরে গরম জল দিয়ে ভাল ভাবে ধুয়ে ফেলুন, ব্যাস তাহলেই নতুনের মতো চকচক করবে ব্যবহৃত কাচের বাসন৷