আপডেট না করলে বাতিল আধার কার্ড?
১০ বছরের মধ্যে একবারও আপডেট করানো না হয়, তাহলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে।
ইতিমধ্যে আধার কার্ড আপডেটের কাজ শুরু হয়েছে। ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে৷
যাঁদের পুরনো আধার কার্ডে এখনও ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি, তাঁদের এখনই নিকটতম ইউআইডিএআই আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আপডেট করাতে পারেন।
বর্তমানে এটা বাধ্যতামূলক করা হয়েছে।
আধার কার্ডে কোনও পরিবর্তন করাতে চাইলে ই- কেওয়াইসি-ও করাতে হবে।
আধার কার্ড তৈরির পর ব থেকে একটা বড় অংশের মানুষের বাসস্থান, ফোন নম্বর বা অন্য কোনও তথ্য পরিবর্তনের দরকার পড়েনি।
তাঁদের ক্ষেত্রেও ই- কেওয়াইসি বাধ্যতামূলক৷
গত বছরের অগাস্ট মাসে ইউআইডিএআই একটি সার্কুলার জারি করে।
গত বছরের অগাস্ট মাসে ইউআইডিএআই একটি সার্কুলার জারি করে।