AI নাকি বাস্তব ??? সূর্যের সামনে স্কাইডাইভিং! ’—এই প্রশ্নেই এখন মুখরিত নেটদুনিয়া। কারণ মহাকাশ আলোকচিত্রে ভাইরাল ‘দ্য ফল অফ ইকারাস, আক্ষরিক অর্থেই সূর্যের সামনে স্কাইডাইভিং করা এখনও অসম্ভব। তবুও ভাইরাল হয়েছে এমন একটি ছবি ও ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে এক স্কাইডাইভার পৃথিবী নয়, যেন মহাশূন্যে সূর্যের ঠিক সামনে ঝাঁপ দিচ্ছেন!
এই অবিশ্বাস্য চিত্রটি তুলেছেন আমেরিকার অ্যারিজোনার বিখ্যাত মহাকাশ আলোকচিত্রী অ্যান্ড্রু ম্যাকার্থি। ছবিটির নাম—‘দ্য ফল অফ ইকারাস’। যে ইউটিউবারকে নিয়ে এই ছবি তোলা হয়েছে, তিনি হলেন গ্যাব্রিয়েল সি ব্রাউন—ইউটিউবার, স্কাইডাইভার ও সঙ্গীতশিল্পী।
অ্যান্ড্রু জানিয়েছেন, সূর্যের জ্বলন্ত বাইরের স্তর করোনা, হাইড্রোজেন-আলফা আলো এবং স্কাইডাইভিং-এর মুহূর্ত—এই তিনকে একসঙ্গে ক্যামেরাবন্দি করতে তাঁকে করতে হয়েছে “অযৌক্তিক স্তরের পরিকল্পনা”। তাঁর দাবি, এই ধরনের ছবি সম্ভবত এই প্রথম।
ভাইরাল ছবিতে দেখা যায়, সূর্যের প্রখর লেলিহান আগুন, তার সামনেই এক স্কাইডাইভার—পুরো অবয়ব কালো ছায়া, যেন জ্বলন্ত সূর্যের দিকে ঝাঁপ দিচ্ছেন তিনি। দেখে মনে হয়—মহাশূন্যে দাঁড়িয়ে কেউ সূর্যকে ব্যাকড্রপ বানিয়ে স্কাইডাইভিং করছেন।
কিন্তু আসল সত্য হল—গ্যাব্রিয়েল ছিলেন ৩,৫০০ ফুট উচ্চতায়, একটি ছোট প্রপেলারচালিত বিমানে, এবং অ্যান্ড্রুর ক্যামেরা থেকে তিনি ছিলেন প্রায় ৮,০০০ ফুট দূরে। গ্যাব্রিয়েল লাফ দিতেই সেই মুহূর্তটিকে সূর্যের হাইড্রোজেন-আলফা ফ্রেমের সঙ্গে মিলিয়ে নিখুঁতভাবে ধারণ করেন অ্যান্ড্রু।
এই পুরো প্রক্রিয়ার ভিডিয়োও পোস্ট করেছেন অ্যান্ড্রু তাঁর Instagram হ্যান্ডলে। এরপর থেকেই ভাইরাল হয়েছে ছবি ও ভিডিয়ো—নেটিজেনদের বিস্ময়ের শেষ নেই। কেউ বলছেন “এটাই বছরের সেরা আলোকচিত্র”, কেউ আবার ভাবছেন—এ কি AI-generated নাকি বাস্তব? সূর্যের সামনে স্কাইডাইভিং সমগ্র নেট দুনিয়ায় এখন মহাকাশ আলোকচিত্রে ভাইরাল ‘দ্য ফল অফ ইকারাস |







