বাড়িতে বা ফ্লাটে যদি কোন বাস্তুদোষ থেকে থাকে তাহলে আপনার জীবনে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। এটি অর্থনৈতিক দিক থেকে হোক বা সাংসারিক দিক থেকে বা শারীরিক দিক থেকে, এর প্রভাব পড়েই থাকে। আপনার ঘরের মধ্যে কোন স্থানে বাস্তুদোষ থেকে থাকে তাহলে সামান্য নুন ব্যবহার করলে অনেক বাস্তুদোষ কেটে যায়।
— আসুন জেনেনি কিভাবে নুনকে ব্যবহার করে বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় —
আমাদের আশেপাশেএমন কিছু কিছু জিনিস আছে যা আমরা জানি না। সেটা আমাদের আশপাশ থেকে থাকে বা প্রকৃতি থেকে পাই কিংবা আমরা সাধারণত যেসব জিনিস ব্যবহার করি তার সঠিক ব্যবহার অনেকেরই অজানা। আমরা যদি এইগুলোর সঠিক ব্যবহার জানি তাহলে অনেক সমস্যার সমাধান করা যাবে আমাদের জীবনে। এরজন্য আমাদের কোন জ্যোতিষী বা বাস্তুবিদের কাছে যাওয়ার প্রয়োজন পরে না —
রোজকার জীবনে ব্যবহার করা হয় এমন একটা জিনিষ যার ব্যবহারে ঘরের বাস্তুদোষ কেটে যেতে পারে। সেটি হলো নুন বা লবণ। আগেকার মানুষ এটি ঘর পরিস্কারে ব্যবহার করত। এই নুন সবথেকে ভাল হল সামুদ্রিক নুন (Sea Salt) । এই নুন বাজারে সহজেই পাওয়া যায়। এর ব্যবহার যদি ঠিক মত করা যায় তাহলে ঘরের বাস্তুদোষ কেটে যেতে পারে।
আপনি যদি না জানেন যে আপনার ঘরের কোন স্থানে বাস্তুদোষ আছে তাহলে আপনি এই নুনকে ঘরের আলাদা আলাদা স্থানে রেখে দিতে পারেন। এটি কোন মাটির পাত্রে বা কাঁচের পাত্রে রেখে দিতে হবে এবং দু-দিন ছাড়াছাড়ি কিংবা সপ্তাহে অন্তত্য একদিন এটি পাল্টে নতুন নুন রাখতে হবে।
নুন রাখার কারণ হচ্ছে নুনের মধ্যে নেগেটিভ শক্তি আকর্ষণের ও শোষণের ক্ষমতা থাকে এবং এই জন্য সেখানে পজেটিভ শক্তির আবির্ভাব ঘটে। এছাড়াও জাদুটোনা, কালাজাদু, নজর দোষ নিবারণে ক্ষেত্রে এর ব্যবহার করা যেতে পারে। বাড়িতে কোন শুভ অনুষ্ঠানের আগে নুন দিয়ে ঘর মুছলে সেটি শুভ হয়। বা আপনি রোজ ঘর মোছার জলে নুন দিয়ে ঘর পরিষ্কার করতে পারেন।
যদি আপনার মনে ভয় থাকে, চিন্তা করেন, মনে শান্তি না থাকে, দুঃচিন্তা করেন তাহলে আপনার দু-হাতের মুঠোয় নুন নিয়ে পাঁচ থেকে দশ মিনিট বসে থাকতে পারেন এতে কিছুটা রিলিফ পেতে পারেন, এছাড়া জলেতে নুন দিয়ে স্নান করতে পারেন তাহলে আপনার শরীরের যত নেগেটিভ শক্তি আছে সব দুর হয়ে যাবে এবং পজেটিভ শক্তির আবির্ভাব ঘটবে এবং সবকিছু শুভ হবে।
– সাবধানতা –
রান্না ঘরেতে নুন খোলা রাখবেন না। কারণ নুন খোলা রাখলে নুন নেগেটিভ শক্তিকে শোষণ করে ফলে ওই নুন দিয়ে রান্না করলে শরীরের নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে এবং শরীর খারাপ করার প্রবণতা থাকে। তাই সাবধানে নুন ব্যবহার করা উচিৎ।
- How To Play Roulette: Step-by-step Guide
- Sweet Paz Slot Ücretsiz Demo Oyunu
- নিরাপদে Mostbet দিয়ে কিভাবে খেলবো: নতুনদের জন্য টিপস Fanny Iood & Partners Lemon Region Foot & Ankle Joint Institute Subgadgets
- Официальный Сайт Казино 1win Регистрация, вход, Бонусы И Игровые Автоматы
- Step-by-step Guidebook: কিভাবে Mostbet অ্যাকাউন্ট খুলবো সহজেই Yayasan Ar-rahman”
- Mostbet দিয়ে কিভাবে একাউন্ট খুলবো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার উপায় Certified Translation Services