বলিউডের “শেরনী”আবার রূপালী পর্দায় ফিরছে। কিছু বছরের বিরতি কাটিয়ে নতুন ভূমিকায়, নতুন অবতারে আসছেন অভিনেত্রী বিদ্যা বালান।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি তার নতুন ছবি “শেরনী”র পোস্টার লঞ্চ করলেন সোমবার। ক্যাপশন এ লিখলেন “সে বাইরের দুনিয়ায় পা রাখতে পারে নির্ভয়ে”।
লকডাউন এ সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ। তাই ওটিটি প্লাটফর্ম এ দেখানো হবে ছবিটি। বিদ্যার চরিত্রের নাম “শেরনী গিল”। যে একজন বন-আধিকারিক।২০২০ সাল থেকেই “শেরনী”র শুটিং চলছিল মধ্যপ্রদেশ ও দেশের বিভিন্ন প্রান্তে। এর আগেও অভিনেত্রী কে দেখা গেছে মহিলা চরিত্রে অভিনয় করতে “কাহানি” ও “তুমহারী সলু” তে । এই দুই ছবি তাকে বিভিন্ন পুরষ্কারে ভূষিত করেছে।
বিদ্যা ছাড়াও “শেরনী” ছবিতে অভিনয় করতে দেখা যাবে ইলা অরুণ, বিজয় রাজ কে। পরিচালক অমিত মাসুরকারের চতুর্থ ছবি এটি। বিদ্যার অভিনীত শেষ সিনেমা ছিলো অর্থাৎ তাকে শেষ দেখা গিয়েছিল ‘শকুন্তলা-দেবী’ তে।
- কোন গুরু নেই, সবটাই গড গিফটেড। Singer & Composer Samidh Mukerjee। Bangla Podcast Glass of Gossips
- রিয়েলিটি শোর সিঙ্গার। Lyricist Goutam Susmit। Bangla Podcast Glass of Gossips
- শক্তি আরাধনা উপলক্ষে মানব সেবা
- বহুরূপী Bangla Film Review by Sujoya Ray
- বিভিন্ন শোতে ডাকা হয় না। Music Director Ashok Bhadra। Khobor Dobor Video
- Easy Steps To Write An Essay