২০১৮ সালে অরিজিতের একটি লাইভ কনসার্টের ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। কী দেখা যায় সেখানে? 'নাদান পরিন্দে' গানটি গাইছেন অরিজিৎ।
মাইকটি বারবার নড়ে যাওয়ায় গাইতে অসুবিধা হচ্ছিল তাঁর। আচমকা গান থামিয়ে চিৎকার করে বলে ওঠেন, “মাইকটা ঠিক করো কেউ!” সঙ্গে মুখ দিয়ে গালিগালাজও বেরিয়ে পড়ে।