এক কিমি যেতে ইলেকট্রিক ট্রেনের কত ইউনিট বিদ্যুৎ লাগে? রেলের তাতে লাভ না লোকসান?
প্রতিদিন প্রায় আট হাজার রেল স্টেশন থেকে ১২ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন রুটে চালিয়ে থাকে।
বর্তমানে অধিকাংশ রুটেই চলছে বৈদ্যুতিক ট্রেন। ফলে অনেকের * কৌতূহল ১ কিমি যেতে ট্রেনের কতটা বিদ্যুৎ লাগে।
ডিজেলের ট্রেন চালালে যেহেতু খরচ বেশি হয়, সেই কারণেই অধিকাংশের বেশি ট্রেন বিদ্যুতে চালানো হয়।
পরীক্ষায় দেখা গিয়েছে এক কিলোমিটার রাস্তা | পাড়ি দিতে একটি ট্রেনের পিছনে খরচ হয় মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ।
রেলকে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ৬.৫০ টাকা দিতে হয়। সুতরাং এক কিলোমিটার যেতে | খরচ হয় ১৩০ টাকা।
ডিজেল ইঞ্জিন ট্রেন চালাতে এক কিলোমিটার যেতে ৩.৫ থেকে ৪ লিটার ডিজেল খরচ হয়। যার দাম ৩৫০ থেকে ৪০০ টাকা।
তাই ডিজেলের চেয়ে বিদ্যুতের মাধ্যমে ট্রেন চালানো সস্তা। এই কারণেই রেলওয়ে দ্রুত প্রত্যন্ত রেলপথে বিদ্যুতায়ন করছে।
ডিজেলের চেয়ে বিদ্যুতের মাধ্যমে ট্রেন চালানো সস্তা। যার ফলে ভারতীয় রেলওয়ের অনেক সাশ্রয় হয়।
বিদ্যুৎচালিত ট্রেনে পরিবেশ দূষও কম হয়। ডিজেল চালিত ইঞ্জিনের থেকে বিদ্যুৎচালিত ইঞ্জিনের গতিও বেশি।