বর্ষা আসলেই গ্রামের দিকে নানা জায়গায় বেড়ে থাকে সাপের উপদ্রব। জেনে নিন কী করলে সাপ আসবে না।
সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড বাড়িতে রাখা যে সবথেকে ভাল উপায় সেবিষয়ে কোনও সন্দেহ নেই।
তবে কার্বলিক অ্যাসডি না পেলে বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা দিয়ে সাপ তাড়ানো যেতে পারে।
লাল সাবানে থাকে কার্বলিক অ্যাসিড বা কর্বনিল। তাই লাল সাবান টুকরো টুকরো করে দিলে ঘরে সাপ প্রবেশ আটকানো যেতে পারে।
বাড়ির যে সকল জায়গায় সাপের আনাগোনা বেশি সেই জায়গাগুলিতে সালফারের গুঁড়ো ছড়িয়ে দিন।
সালফারের গুঁড়ো সাপের চামড়ায় জ্বালা ধরিয়ে দেয়। ফলে সাপের গায়ে একবার লাগলে সাপ আর সেদিকে খুব একটা যায় না।
রসুন বেঁটে নিয়ে তার সঙ্গে সরষের তেল মিশিয়ে নিন। তা রেখে দিন একদিন। সেই মিশ্ৰণ বাড়ির চারপাশে ছিটিয়ে দিন।
ন্যাপথলিন গুঁড়ো করে বাড়ির সাপ উপদ্রুত এলাকায় ছড়িয়ে দিতে পারেন। ন্যাপথলিনের গন্ধ থেকে সাপ দূরে থাকে।
গোল মরিচ বা লঙ্কার গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে নিয়ে তা ছড়িয়ে দিতে পারেন সাপ আটকানোর জন্য
ভিনিগার ছড়িয়ে দিয়েও সাপ আটকানো যেতে পারে। তবে মাথায় রাখতে হবে যে কার্বলিক অ্যাসিডই সাপ তাড়ানোর সবথেকে ভাল উপায়৷