আমলকির গুণাগুণ

বাজারে সহজলভ্য অন্যতম একটি ফল হল এই আমলকি।

বাস,ট্রেন অথবা জনবহুল জায়গায় এখন অনেক সময় প্যাকেটে করে আমলকি বিক্রি করতে দেখা যায় ।

এই ফলই করতে পারে বহু সমস্যার সমাধান৷ বিভিন্ন আয়ুর্বেদ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় আমলকি।

আমলকির ব্যবহার আমাদের দেশে বহু যুগ ধরে হয়ে আসছে।

আমলকির গুণাবলী জানলে চমকে উঠবেন আপনিও!

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল নানা অসুখ থেকে মানুষকে বাঁচাতে পারে৷

আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান৷

আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে বিশেষ ভুমিকা পালন করে।

আমলকি চোখ ভাল রাখার জন্য উপকারী। আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।