মাটির কলসির জলের উপকারিতা!
গ্রীষ্মের দিনে তৃষ্ণা মেটাতে ঠান্ডা জলের বিকল্প নেই।
অনেকেই ঠান্ডা ফ্রিজের জলের উপর অনেকটাই নির্ভর করে।
ঠান্ডা ফ্রিজের জল খেলে শরীরের নানান সমস্যা দেখা যায়
কিন্তু মাটির কলসির জল ঠান্ডা হলেও নির্দিষ্ট মাত্রা পর্যন্ত থাকে, তাই শরীরে কোনো ক্ষতি হয় না
মাটির কলসির জল খেলে শরীরে পিএইচির মাত্রা ঠিক থাকে।
গরমে সানস্ট্রোকের ঘটনা বেড়ে যায়। এই ঝুঁকি এড়াতে মাটির কলসিতে রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা।
গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যা প্রতিরোধ করতেও সাহায্য করে।
পুরুলিয়া জেলাতেও মাটির কলসিতে ট্যাপ কল ফিট করে বিক্রি করতে দেখা যাচ্ছে। তাই এই কলসি কেনার চাহিদা অনেক বেড়ে গিয়েছে।
www.khobordobor.com