দেবের কেরিয়ারের সেরা ৫ গান
টলিউডে তাঁর হাতেখড়ি হয়েছিল বাণিজ্যিক ছবির হাত ধরেই। সেই সময় একের পর এক হিট দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন অভিনেতা।
এত বছর পরেও দেব অভিনীত ছবির গানগুলি নিয়ে চৰ্চা থামেনি। মাঝেমধ্যেই নস্টালজিয়া উস্কে দেয় সেগুলি৷ দেখে নেওয়া যাক এমনই কিছু গানের তালিকা।
'রিমঝিম এই ধারাতে গানটির স্রষ্টা জিৎ গঙ্গোপাধ্যায়, গায়ক শান। পর্দায় দেব এবং কোয়েল মল্লিকের রসায়ন এই প্রেমের গানকে অন্য মাত্রা দিয়েছিল।
দেব এবং কোয়েল অভিনীত 'মন মানে না' ছবির টাইটেল ট্র্যাক এক সময়ে ঝড় তুলেছিল দর্শকমহলে।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল 'বলো না তুমি আমার'। সেই ছবিরই 'পাগলু ডান্স'-এ নাচ করে তাক লাগিয়েছিলেন দেব।
'চ্যালেঞ্জ' ছবির হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন দেব। সেই সময় বিশাল বাজেট নিয়ে তৈরি হয়েছিল 'ভজ গৌরাঙ্গ'।
'দুই পৃথিবী'-র জমজমাট 'প্যারেলাল রে' গানে দেব এবং বরখার তাক লাগিয়ে দেওয়া নাচ আজও ভোলেনি দর্শক।
এখনও অনেক হাউজ পার্টির প্লে লিস্টের শীর্ষে থাকে এই গান