Search
Close this search box.

Khenna bari অনেকটাই পিছিয়ে গেল ‘খেলনাবাড়ি’, টিআরপির তালিকা শীর্ষে কে ?

Khenna bari অনেকটাই পিছিয়ে গেল ‘খেলনাবাড়ি’, টিআরপির তালিকা শীর্ষে কে ?

খবর দবর:- Khenna bari বৃহস্পতিবার মানেই দর্শকদের মনে উদ্বেগের পারদ ক্রমশ চড়তে থাকে। যদিও এই উদ্বেগ শুরু হয় বুধবার রাত থেকেই। কারণ প্রত্যেক প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে ধারাবাহিকের টিআরপির তালিকা। কোন ধারাবাহি টিআরপির তালিকায় শীর্ষে, আর পতন হল কার, তা জানতে মুখিয়ে থাকেন দর্শকরা। এই সপ্তাহে টিআরপি তালিকায় ঘটেছে বেশ কিছু অদলবদল। কে কোথায় রয়েছে এক ঝলকে দেখে নেওয়া যাক। বেশ কয়েক মাসের মতো এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। নম্বরও বেড়েছে বেশ খানিকটা। গত সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছিল ৮.৫। আর এই সপ্তাহে ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৯.০। অন্যদিকে ৮.৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। গত সপ্তাহে জগদ্ধাত্রী পেয়েছিল ৭.৯। তৃতীয় স্থান থেকে শুরু হয় স্থান পরিবর্তন। গত সপ্তাহে ওই স্থান ধরে রেখেছিল ‘খেলনা বাড়ি’।

WhatsApp Image 2023-03-30 at 8.35.06 PM

তবে এবার এই জায়গায় উঠে এসেছে ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিক পেয়েছে ৭.৮। গত সপ্তাহে নম্বর ছিল ৭.১। গত সপ্তাহে ওই একই নম্বর পেয়ে চতুর্থ স্থানে ছিল ‘গৌরী এলো’। এই সপ্তাহে গৌরীর নম্বর বেড়ে হয়েছে ৭.৭। অন্যদিকে খেলনা বাড়ি স্থান চ্যুত হয়ে অনেকটাই নিচে নেমেছে। তৃতীয় স্থান থেকে সোজা পাঁচ নম্বরে। তার প্রাপ্ত নম্বর ৭.৫। প্রসঙ্গত, টিআরপির খেলায় প্রথম স্থানটি স্টার জলসা ধরে রাখলেও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান বিগত বেশ কিছু মাস ধরেই ধরে রেখেছে জি-বাংলা। ‘পঞ্চমী’র হাত ধরে ষষ্ঠ স্থানে ফিরে এসেছে স্টার। ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৭। সপ্তম স্থানে ‘রাঙা বৌ’। অন্যদিকে ‘অষ্টম’, ‘নবম’ ও ‘দশম’ স্থানে রয়েছে যথাক্রমে ‘মেয়েবেলা’, ‘বাংলা মিডিয়াম’ ও ‘মিঠাই’। প্রাপ্ত নম্বর ৬.৪, ৬.২, ও ৬.১।

Khenna bari অনেকটাই পিছিয়ে গেল ‘খেলনাবাড়ি’, টিআরপির তালিকা শীর্ষে কে ?

Vegetarian Cooking নিরামিষ রান্না নিয়ে চিন্তায় ? নামমাত্র মশলায় বানান পনিরের দুর্দান্ত এই পদ।

গত সপ্তাহের থেকে এই সপ্তাহেও নম্বর বেড়েছে ‘মিঠাই’য়ের। তবে কোন ধারাবাহিক কত নম্বর পেয়ে টিআরপি একদম শীর্ষে থাকবে তা সম্পূর্ণ নির্ভর করে দর্শকদের ভালোলাগার ওপরেই। আর তাই ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে? প্রসঙ্গত, এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রির হাল খুব একটা ভালো বলা চলে না। সিনেমা হিট হয় হাতে গোনা। তবে সিরিয়ালের ক্ষেত্রে চিত্রটা এরকম নয়। বেশ কিছু নতুন ধারাবাহিকের ঘোষণা হয়েছে। বেশ কিছু ধারাবাহিক দর্শকদের মন ছুয়ে যায়।

Leave a Comment

আরো পড়ুন