কোনো পার্লার, থেরাপি, বা ট্রিটমেন্ট ছাড়াই আপনি যখন হেঁটে যাবেন, আপনার দিকে তাকানোর জন্য একবার হলেও মানুষ একটু থামবে।
সুন্দর হতে কে না চায়? নিজেকে সুন্দরীর তালিকায় রাখতে শরীর চর্চার মতোই গুরুত্ত্বপূর্ণ হলো ত্বক চকচকে, মসৃন, এবং টানটান রাখা। কিভাবে এতো কিছু একসাথে পাওয়া যাবে সে ভাবনা কম বেশি সবারই থাকে।গায়ের রং যেমনি হোক হেলদি স্কিন থাকলে তাবড় তাবড় সুন্দরীদের সঙ্গে টেক্কা দেওয়ার কনফিডেন্স চলে আসে।
কেউ কেউ গুচ্ছের টাকা খরচ করে নিজেকে জেল্লাদার দেখানোর জন্য। কিন্তু ঘরয়া সহজ উপায় রয়েছে আপনার কাছেই। কয়টি হাতের কাছে রাখা খুব সাধারণ জিনিস দিয়েই আপনি পেয়ে যাবেন আলো ঠিকড়ানো রূপ।
কিভাবে? হ্যাঁ সেই খোঁজই দিতে চলেছি আপনাদের –
কোনো পার্লার, থেরাপি, বা ট্রিটমেন্ট ছাড়াই আপনি যখন হেঁটে যাবেন, আপনার দিকে তাকানোর জন্য একবার হলেও মানুষ একটু থামবে।
কি সেই উপায়? চলুন জেনেনি কি সেই রূপের রহস্য?
‘রূপ কি রানী’ কথাতেই আছে। সেই রূপ এর অধিকারী হওয়া এখন কোনো ভাগ্যের ব্যাপার নয়, রোজকারের নিত্য গরম ভাতের কামালে
আপনি হয়ে উঠবেন লাবণ্যময়ী। হ্যাঁ অবাক হলেও সত্যি ভাত দিয়েই আসবে ত্বকে লাবণ্য –
উপকরণ
সামান্য গরম ভাত, (ভালো করে মিক্সার এ দিয়ে পেস্ট করে নিতে হবে, অল্প মুলতানি মাটি, সামান্য দুধ, মধু, আর সামান্য ময়দা এক সাথে মিশিয়ে একটা প্যাক তৈরী করুন।
মুখে এই প্যাকটা ভালো করে মেখে নিন, তারপর 10 থেকে 12 মিনিট পর ঠান্ডা প্লেন জলে ভালো করে মুখ ধুয়ে নিন। এই ভাবে পরপর কয়েকদিন ব্যবহার করুন প্যাক টি। কিছু দিনের মধ্যে আপনার আয়না দেবে আপনার রূপের প্রমান।
- রিয়েলিটি শোর সিঙ্গার। Lyricist Goutam Susmit। Bangla Podcast Glass of Gossips
- শক্তি আরাধনা উপলক্ষে মানব সেবা
- বহুরূপী Bangla Film Review by Sujoya Ray
- বিভিন্ন শোতে ডাকা হয় না। Music Director Ashok Bhadra। Khobor Dobor Video
- Easy Steps To Write An Essay
- Bangla Natok Review : বাংলা নাটক “মারীচ সংবাদ” রিভিউ – কলমে সুজয়া