Tips for Lips Care : শীতকাল ছাড়াও এখন অনেকেরই সাড়া বছর ঠোঁট ফাঁটার সমস্যা দেখা যায়। এই সমস্যার সমাধান আমাদের কাছেই আছে। কয়েকটি কাজ না করলেই ঠোঁট মোলায়েম থাকবে অনায়াসে।
Three Tips for Your Lips Care:
১/ ঠোঁটের মধ্যে মেটালিক জিনিস যেমন চাবি, সেপ্টিপিন, ঠোঁটে মধ্যে না নেওয়াই উচিত বা কোনো রকম বোতলের ক্যাপ খুলবেন না।
২/ঠোঁট কামড়ানো, হাতের, বা দাঁতের সাহায্যে ঠোঁটের ছাল তোলা থেকে বিরত থাকুন।বেশি করে জল খান। এরফলে ঠোঁট ক্রমাগত শুকাবে না।
৩/ বারবার শুকনো ঠোঁট থুতু দিয়ে ভেজাবেন না। কারণ থুতু বাতাসে বাষ্প হয়ে মিলিয়ে যায়, তারপর আবার ঠোঁট শুকিয়ে যাবে।
ঠোঁট মোলায়েম রাখতে লিপজেল ব্যবহার করুন দিনে বেশ কয়েকবার। খেয়াল রাখতে হবে আপনার ব্যবহৃত জেলটির মধ্যে যাতে পেট্রোলিয়াম জেলি, সিয়া বাটার, কেসিসিনো,সিরামাইক কোনো একটা থাকে। তাহলে সেটা দ্রুত সারাতে সাহায্য করবে আপনার ফাঁটা ঠোঁটকে।