কালো প্যাচ হোক বা পুরানো ট্যান খুব সহজে দূর হবে ঘরোয়া এই প্যাকে

remove blackheads and tan naturally - khobor dobor

পুরুষ হোক বা নারী সবার মনেই বিরাজ করে সুন্দর হওয়ার ইচ্ছা। মানুষের মনের জটিলতা এক নিমিষে ভুলিয়ে দেয় যে কোন সুন্দর জিনিস। যেমনি রূপ চর্চা করলে মন ভাল থাকে। আয়নায় যখন আপনার নিজের সুন্দর চেহারা ধরা দেবে তখন আপনা থেকেই ভালো হয়ে যাবে আপনার মন সে যতই খারপ হোক। ত্বকের যত্নের জন্য আপনাকে বেশি পরিশ্রম বা সময় কোনটাই খরচ করতে হবে না খুব বেশি। ফলের বা সবজির ঝুড়ি তে উঁকি মারলেই পেয়ে যাবেন গাজর, কমলা লেবু যেগুলি দিয়ে শুরু করে দেওয়া যায় রূপচর্চা-

ত্বকের যত্নে কমলা ও গাজর
(Skin Treatment with Orange and Carrot)

ত্বক সুরক্ষায় কমলালেবু ও গাজর ম্যাজিকের মতো কাজ করে। কমলালেবু গাজর দুটোই আমাদের বলিরেখা দূর করতে এবং ত্বকের পুষ্টি দিতে সাহায্য করে। এই কারণে গাজর কমলালেবু কে বলা হয় ‘বিউটি মিনারেল’।

আরও পড়ুন – মহাভারতের ২৫ টি অজানা কথা যা জানলে আপনিও অবাক হবেন

বয়সের ভার কমাতে, স্কিন লাইটেনিং করতে, প্যাচ দূর করতে, শিথিল ত্বককে টানটান করতে, কমলা লেবু ও গাজরের গুণাবলী অপরিসীম। গাজর টিস্যুর নির্মাণের সাহায্য করে এছাড়াও গাজর ড্রাইনেস কমাতে সাহায্য করে আর কমলালেবু সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মির বিরুদ্ধে প্রতিরোধ করে।

হোমমেড প্যাক
(Home Made Pack to Remove Tan & Blackheads)

  • যদি আপনার সেনসিটিভ স্কিন হয় তবে তার জন্য গাজরের রস, চালের গুঁড়ো ও মধু (Honey) দিয়ে একটা প্যাক তৈরি করুন। এটি স্কিনের পক্ষে এক অসাধারণ স্ক্রাবারের কাজ করে। ডেট সেল দূর করে এটি স্কিনের গ্লো (Skin Glow) বাড়ায়।
  • যাদের স্কিনের ট্যান (Tan) পড়েছে তারা একটু কমলালেবুর রস নিয়ে তার সঙ্গে সাদা টকদই বেশ ভালো করে মিশিয়ে নিয়ে সেটি স্কিনে লাগান। কালো প্যাচ (Blackheads) এবং ময়লা দূর করতে এটি একটি অভিনব প্যাক। ত্বক উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠবে রোজ ব্যবহারের মাধ্যমে। এবং নিয়মিত ব্যবহার করলে ট্যান পড়ার (Remove Tan) সমস্যা থেকেও মুক্তি পাবেন এবং দীর্ঘদিনের ট্যান কমলালেবুর ব্যবহারে কমতে শুরু করবে।

খুব সহজে ঘরে বসেই উপায় আছে নিজেকে সুন্দর, আকর্ষণীয় করে তোলার। আপনার সৌন্দর্য আপনার আত্মবিশ্বাসের কারণ হোক।

follow khobor dobor on google news