Monday, May 29, 2023
Homeলাইফ স্টাইলউৎসবহাওড়ার বাঙালপুরে সর্বদ্বয় মন্ডলের জাতীয় বৈঠক

হাওড়ার বাঙালপুরে সর্বদ্বয় মন্ডলের জাতীয় বৈঠক

হাওড়া জেলার বাগনান থানার বাঙালপুরে, বাগনান ১ মহিলা বিকাশ ভবনের সভা গৃহে, আজকে পনেরো অক্টোবর শনিবার ও রবিবার দুই দিনের জন্য সর্ব সেবা সংঘর সর্ব ভারতীয় সর্ব দ্বয় মণ্ডলের জাতীয় বৈঠক অনুষ্ঠিত হল।

National Conference at howrah

ভারতের বিভিন্ন রাজ্য থেকে কয়েক জন করে মহিলা ও পুরুষ প্রতিনিধি জাতীয় বৈঠকে অংশ গ্রহণ করেন। উনিশো আটচল্লিশ সালে প্রয়াত মহত্মা গান্ধী, বিনোবাভাবে, জয়প্রকাশ নারয়ণ, জে বি কৃপালনি, ডঃ রাজেন্দ্র প্রসাদ, জহরলাল নেহেরু, ডঃ আবুল কালাম আজাদ প্রমুখ বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব গন মহারাষ্ট্র র সেবা গ্রাম আশ্রমে মিলিত হয়ে প্রতিষ্ঠা করেন সর্ব সেবা সংঘ , সর্ব ভারতীয় সর্ব দ্বয় মণ্ডল।

জাতীয় বৈঠক

প্রায় তিরিশ থেকে পঞ্চাশ জন প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করেন। সর্বদ্বয় মন্ডলের কার্যক্রম, লক্ষ, উদ্দেশ্যে, সাফল্য, নতুন নতুন কর্মসূচি গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানা যায়। উপস্থিত আছেন পর্যায়ক্রমে চন্দন পাল, আর এন প্রভু, অধ্যাপক সোমনাথ রোডে, রমেশ দানে, ডঃ বিশ্বজীৎ, রাম ধিরোজ, আইনজীবী জয়ারমল বার্মা, শংকর নায়েক, বিশ্বজীৎ ঘোড়াই, অশোক সরন, অরবিন্দ অনজুম,আশা বোথরা,সুভা প্রেম, ইসলাম ভাই, গৌরাঙ্গ মহাপাত্র প্রমুখ।

Howrah Jatiya Boithok

গান্ধী জীর প্রতিকৃতিতে মাল্যদান করে সকল প্রকার প্রতিবেদন পাঠ ও আলোচনা শুরু হয়। রবিবার সকালে এক বর্ণাঢ্য প্রভাত ফেরী বাঙালপুর এলাকা প্রদীক্ষণ করে। এই প্রভাত ফেরীতে কয়েক শতাধীক মানুষ অংশ গ্ৰহণ করে।

জাতীয় ঐক্য ,সংহতি, সম্প্রতি, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি সর্বদ্বয় মন্ডলের লক্ষ্যে বলে জানান সর্ব ভারতীয় সভাপতি চন্দন পাল।

রিপোর্টার – অভিজিৎ হাজরা (হাওড়া, বাগনান)

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments