কোজাগরী লক্ষ্মী পূজার দিন ও পূর্ণিমার সময়

kojagori lakshmi puja 2022 tima and date when lokkhi puja - khobor dobor

Kojagori Lakshmi Puja 2022 Date & Time: হিন্দুদের ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব বিশেষকরে বাঙালী ঘরে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ধন ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর পূজা অনেক বাঙালী বারিতেই হয়ে থাকে।

দুর্গা পূজা থেকে শুরু হয়েছে উৎসবের মরসুম (Festive Season)। এখন বাঙালির সেরা পার্বণ দুর্গা পুজো (Durga Puja Festival) চলছে। দুর্গা পুজো শেষ হতে না হতেই শুরু হয় লক্ষ্মী পুজোর (Lakshmi Puja) তোড়জোড়। কোজাগরী পূর্ণিমার (Kojagori Purnima) দিন ঘরে ঘরে পূজা করা হয় মা লক্ষ্মীর (Ma Lakshmi)। লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য (Luck & Prosperity) ।

মা লক্ষ্মী ছবি
মা লক্ষ্মী

বাংলার প্রায় প্রতিটা পরিবার ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে । শারদীয়া দুর্গোৎসবের পর পরই আশ্বিনের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। ‘কোজাগরী’ (Kojagori) কথাটির অর্থ ‘কে জেগে ?’

পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন, তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষী। চলুন জেনে নেওয়া যাক এই বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর (Kojagori Lakshmi Puja 2022) নির্ঘণ্ট।

কোজাগরী লক্ষ্মী পুজো ২০২২ -র দিনক্ষণ (Kojagori Lakshmi Puja 2022) 

আগামী ৯ অক্টোবর, রবিবার পড়েছে  এবছরের কোজাগরী লক্ষ্মী পুজো। পূর্ণিমা তিথি থাকবে ৮ অক্টোবর, শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ অবধি  ।

kojagori lakshmi puja west bengal
Kojagori Lakshmi Puja West bengal

বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো বরাবরই এক উৎসব। অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন। শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়। খারিফ শস্য ও রবি শস্য যে সময় হয়, ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মীর পুজোয়। তবে পুজোর উপাচার পরিবর্তন হয় মাস ভেদে। গত বছর  ১৯ অক্টোবর ছিল কোজাগরী লক্ষ্মী পুজো।

follow khobor dobor on google news
Follow Us on Google News

আরও পড়ুন –

খবর দবর
Author: খবর দবর

Khobor dobor Bengali Digital Magazine. Here anyone can post all types of posts in Bengali Languages.

Leave a Comment