Friday, January 27, 2023
Homeলাইফ স্টাইলসম্পর্কশারীরিক মিলনের পর এইগুলি কাজ করলে বিপদে পরতে পারেন

শারীরিক মিলনের পর এইগুলি কাজ করলে বিপদে পরতে পারেন

শারীরিক মিলনের পর এমন কিছু বিষয়ের দিকে নজর দেওয়া উচিত, যাতে সম্পর্ক আরো ভালোবাসার ও গভীর হয়। অতএব শারীরিক মেলামেশার পর এই পাঁচটি কাজ যা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কাজ গুলো করলে আপনি নিঃসন্দেহে বিপদে পড়তে পারেন।

রিলেশনশিপ কে স্ট্রং করতে যৌনমিলনের এক অনবদ্য ভূমিকা রয়েছে।এটা শুধু শারীরিক নয় মানসিক দিক দিয়েও সম্পর্ক মজবুত করে। সঙ্গমের সময় টুকুর পরেই বিষয়টি থেকে বেরিয়ে আসা ঠিক নয় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। শারীরিক মিলনের পর এমন কিছু বিষয়ের দিকে নজর দেওয়া উচিত, যাতে সম্পর্ক আরো ভালোবাসার ও গভীর হয়। অতএব শারীরিক মেলামেশার পর এ্ই পাঁচটি কাজ যা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কাজ গুলো করলে আপনি নিঃসন্দেহে বিপদে পড়তে পারেন।

যৌণ মিলনের পড়ে অনেকেই দুর্বলতা অনুভব করে, ক্লান্ত হয়ে পড়ে। ফলে বিছানা থেকে ওঠার ইচ্ছা থাকে না। তার জন্য অনেকে নিজেদের প্রাইভেট পার্ট গুলো ভেজা ওয়াইপস দিয়ে পরিষ্কার করে ফেলেন। এই কাজটি একেবারেই করা উচিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। কারণ ওয়ইপস এর মধ্যে কেমিক্যাল থাকার কারণ ওই সংবেদনশীল অংশ গুলির জন্য বিশেষ ভাবে ক্ষতিকারক।

যৌনমিলন এর পর অনেক মহিলাই স্নান করতে ভীষণ পছন্দ করেন, কিন্তু ওই স্থানে ভুলেও সাবান বা ক্ষার জাতীয় ব্যাবহার করা ঠিক নয়।বিশেষজ্ঞরা বিশেষ ভাবে কাজটি করতে বারণ করেছেন। কারণ যোনি অঞ্চলে সাবান ব্যাবহার একেবারেই উপযুক্ত নয়। এটা প্রাকৃতিক আদ্রতার লেভেলে— এ সমস্যা দেখা দেয়। যার থেকে রোগ সংক্রমণ হওয়ার সম্ভবনা খুব বেশি থাকে।

আরও পড়ুন – পিরিয়ড মিস হচ্ছে অথচ প্রেগনেন্সি টেস্ট কিট এ টেস্ট করলেও ফলাফল নেগেটিভ, কারণ কি ?

অনেকেই শারীরিক মিলনের পর বাথরুম এ চলে যান,আবার কেউ কেউ ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে। এটা করা উচিত নয়। এটা আপনার সঙ্গীর মনে কষ্ট পেতে পারেন এবং নিঃসঙ্গ ফিল করতে পারেন। বরং এই দুটি কাজ না করে মিলনের পরবর্তী মুহূর্ত টি উপভোগ করুন। এবং একে অপরকে মিষ্টি আদরে ভরিয়ে দিন। যা আপনাকে মানসিক ভাবে অনেক ভাবে আনন্দে রাখবে। এতে ভালোবাসা দ্বিগুণ হবে।

সঙ্গমের পর কখনোই অন্তবাস পড়ে ঘুমানো ঠিক নয়। রাতে পোশাক বিহীন অবস্থায় ঘুমানোর উপকারিতা অনেক। বিশেষত মিলনের পর ওই অংশের ভেজা ভাব কাপড়ের সাথে মিশে গিয়ে সংক্রমণ ডেকে আনতে পারে। বরং যৌনমিলনের পর পোশাক ছাড়া ঘুমানো টাই সঠিক ও আরামের।

মিলনের পর প্রস্রাব আটকে রাখা ভীষণ ভাবে বিপদজনক। ভুলেও সেটি করবেন না। শারীরিক মিলনের পর অবশ্যই প্রস্রাব করে নেওয়া উচিত। কারণ প্রস্রাবের মধ্যে দিয়ে জীবাণু ও ব্যাকটেরিয়া বেরিয়ে যায় এবং ইউটিআই এর আর কোনো ঝুঁকি থাকে না।

Anol A Modak
Author: Anol A Modak

Film Maker, Writer, Astrologer, Vastu Consultant, Hypnotherapist, Entreprenuer

Most Popular

Recent Comments