সম্প্রতি ভারতে লঞ্চ করল ফায়ার Fire-Boltt সংস্থার নতুন স্মার্টওয়াচ, Fire-Boltt Talk 2। সংস্থার দাবি, এতে আধুনিক যুগের ওয়্যারেবলের সব ফিচারই বর্তমান। ব্লুটুথ কলিং ফিচারসহ আসা নতুন এই স্মার্টওয়াচের রয়েছে একাধিক স্পোর্টস মোড এবং হেলথ ফিচার। জল এবং ধুলোর হাত থেকে রক্ষা রয়েছে IP68 রেটিং।
Fire-Boltt Talk 2 স্মার্টওয়াচের দাম-
ভারতীয় বাজারে ফায়ার বোল্ট টক ২ স্মার্টওয়াচটির দাম ২,৪৯৯ টাকা। ব্ল্যাক, হোয়াইট, ব্লু, রোজ গোল্ড এবং গ্রিন এই পাঁচটি রঙ নিয়ে হাজির Fire-Boltt Talk 2।ই-কমার্স সাইট আমাজনে উপলব্ধ নতুন এই স্মার্টওয়াচটি।
Fire-Boltt Talk 2 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন-
ফায়ার বোল্ট টক ২ স্মার্টওয়াচে ১.২৮ ইঞ্চি সার্কুলার ডিসপ্লের পাশাপাশি রয়েছে রেজোলিউশন ২৪০x২৪০ পিক্সেল। ঘড়ির ডান দিকে থাকা দুটি ক্রাউন বোতামের মাধ্যমে একে চালনা করা সম্ভব। এছাড়া ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার অন করতেও বোতাম দুটি ব্যবহার করা যায়। ডিসপ্লেটি মেটালিক ফ্রেমের।
অন্যদিকে ঘড়িটিতে একাধিক হেলথ মনিটর উপলব্ধ। এর মধ্যে থাকছে SpO2 মনিটর, হার্ট রেট সেন্সর, স্লিপ মনিটর ইত্যাদি। এছাড়া এতে রয়েছে ৬০টি স্পোর্টস মোড। রয়েছে আরও চমক। এটি ব্যবহারকারী দিনে কতগুলো স্টেপ ফেললেন, কতটা দূর অতিক্রম করলেন অথবা কতটা ক্যালরি বার্ন করলেন তাও জানান দেবে। তবে বোল্ট টক ২ স্মার্টওয়াচটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পকেট থেকে ফোন ব্যবহার না করেই এর মাধ্যমে আপনি দিব্যি ফোন কলের উত্তর দিতে পারবেন। এছাড়াও রয়েছে ২০৪৮ এবং ফ্ল্যাপি বার্ডয়ের মত কিছু ইনবিল্ট গেম, ওয়েদার আপডেট, মিউজিক, ক্যামেরা কন্ট্রোল, ফিমেল মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার ইত্যাদি।