এই ভাবে মোবাইল চার্জ ও ব্যবহার করুন, ব্যাটারি চলবে অনেকক্ষণ

how to charge android mobile for long lasting performance

যে কোনো কাজেই মুঠোফোন আমাদের ভরসার একটি মাধ্যম। আমাদের জীবনে মোবাইল প্রায় সর্বক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। দিন থেকে রাত এই মোবাইল থেকে আমাদের চলেই না বলা যায়। প্রয়োজনীয় কাজ থেকে বিনোদনের মাধ্যম বা নিজের মতো সময় কাটানো সবেতেই আছে মোবাইল। কিন্তু যদি স্মার্ট ফোনের চার্জ খুব অল্প সময়ের জন্য থাকে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায় সে অবস্থায় দৈনন্দিন জীবনে আমাদের অনেক ভোগান্তি সম্মুখীন হতে হয়। গত দু-তিন বছরের তুলনায় এখনকার স্মার্ট ফোন গুলির ব্যাটারি খুব কম সময়জন্য স্থায়ী হয়।

স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে সামান্য কিছু পরিবর্তন আনলে অনেক বেশিক্ষণ স্থায়ী হতে পারে মোবাইলের চার্জ। এমন নয় যে চার্জের মেয়াদ দ্বিগুণ বেড়ে যাবে। কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি সময় ব্যবহার করতে পারবেন স্মার্ট ফোনটিকে আপনি, তা নিজেই বুঝতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে রাখতে সক্ষম হবেন আপনি আপনার মোবাইলের বেশিক্ষণ ব্যাটারি চার্জ।

ফোনকে ডার্ক মোড এ রাখুন। দরকার পড়লে ফেসবুক হোয়াটসঅ্যাপ এ ধরনের অ্যাপ্ গুলি কেউ ডার্ক মোড রাখার চেষ্টা করুন।

অযথা ব্রাইটনেস বাড়িয়ে রাখবেন না। কাজ করার সময় সেটি বাড়িয়ে নিন।

Lock Screen Timeout সেটিংস গিয়ে এক মিনিটেরও কম সময়ের মধ্যে নিজের মোবাইল স্ক্রিন বন্ধ করার জন্য সেট করুন ।

ব্যাকগ্রাউন্ড অ্যাপস গুলো বন্ধ রাখুন।

বহু ক্ষেত্রে দেখা যায় কোন অ্যাপ ব্যবহার করার সময় আমরা লোকেশন অন করে রাখি। কাজ হয়ে গেলে সেটা সব সময় অফ করে দিলে ব্যাটারি চার্জ বেশিক্ষন স্থায়ী হতে পারে।

কোন লাইভ ওয়ালপেপার রাখবেন না।

ইউজ না করা অ্যাপস গুলো ডিলিট করে দিন ফোন থেকে।

ফোনের চার্জ কমে 10 থেকে 15 পার্সেন্ট হলে তখনই আবার রিচার্জ এ বসান ফোনটিকে। অযথা ফোনটিকে বারবার চার্জে বসিয়ে ব্যাটারির সমস্যা টেনে আনবেন না।

ফোনে 100% চার্জ হয়ে গেলে অবশ্যই সুইচ অফ করুন। ব্যাটারি ক্ষতির হাত থেকে বাঁচবে।

Facebook
WhatsApp
Twitter
LinkedIn
Telegram
Email
Pinterest
Twitter